TRENDING:

স্মার্টফোন দিয়েই মনিটর করা যাবে হার্ট, ডায়াবেটিস এবং চোখ ! নয়া সিস্টেম আনছে Google

Last Updated:

গুগলের নতুন সিস্টেমের রিডিংগুলি হার্টের ভালভের ব্যাধিগুলির প্রাথমিক সনাক্তকরণ করতে সক্ষম হতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গুগল (Google) সম্প্রতি ঘোষণা করেছে তাদের বিশেষ এক পরিকল্পনার কথা। গুগল নিয়ে আসতে চলেছে এক নতুন সিস্টেম (Google new system), যার মাধ্যমে স্মার্টফোনের (Smartphone) দ্বারা মনিটর করা যাবে হার্ট এবং চোখ। স্মার্টফোন ব্যবহার করেই করা যাবে স্বাস্থ্য নিরীক্ষণের কাজ। এর জন্য তার গুগল নিয়ে আসতে চলেছে এক নতুন সিস্টেম। গুগল জানিয়েছে যে, নতুন এই সিস্টেমের মাধ্যমে পরীক্ষা করা যাবে হার্ট বিট এবং চোখের পাওয়ার। গুগলের তরফে জানানো হয়েছে যে নতুন সিস্টেমের মাধ্যমে স্মার্টফোনের মাধ্যমেই মানুষের হার্টবিট (hear rate monitor) এবং হার্টের অন্যান্য সমস্যা সনাক্ত করা সম্ভব হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞ এআই গ্রেগ কোরাডো সাংবাদিকদের বলেছেন যে, গুগলের নতুন সিস্টেমের রিডিংগুলি হার্টের ভালভের ব্যাধিগুলির প্রাথমিক সনাক্তকরণ করতে সক্ষম হতে পারে। এর ফলে স্মার্টফোনের মাধ্যমেই তা জানা সম্ভব হবে।
advertisement

গুগলের নতুন সিস্টেম চোখের গবেষণা করে তার ফটো থেকে ডায়াবেটিস (diabetes) সম্পর্কিত রোগগুলি সনাক্ত করতে সক্ষম হবে। গুগল (google) জানিয়েছে যে, নতুন সিস্টেমের পরীক্ষায় ক্লিনিকে ক্যামেরা ব্যবহার করে 'প্রাথমিক আশাব্যঞ্জক ফলাফল' পাওয়া গিয়েছে। এখন স্মার্টফোনের ফটোগুলিও কাজ করতে পারে কি না তা পরীক্ষা করা হবে। কোরাডো জানিয়েছেন যে তাঁর দল "একটি ভবিষ্যত দেখছে যেখানে লোকেরা, তাদের ডাক্তারদের সহায়তায়, তাদের নিজের বাড়িতে থেকে স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে আরও ভালভাবে বুঝতে এবং সিদ্ধান্ত নিতে পারবে।"

advertisement

আরও পড়ুন - এসির খোঁজ করছেন ? এক নজরে দেখে নিন ভারতের সেরা ৮টি এয়ার কন্ডিশনারের তালিকা

আরও পড়ুন - বিনা খরচে বাড়িতে ইন্টারনেটের স্পিড বাড়াতে চান ? দেখে নিন সহজ উপায়

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তার (Google AI) সফটওয়্যার কম দক্ষ প্রযুক্তিবিদদের দ্বারা নেওয়া আল্ট্রাসাউন্ড স্ক্রিনিং বিশ্লেষণ করতে পারে কি না তা পরীক্ষা করার পরিকল্পনা করা হয়েছে। যতক্ষণ না তারা একটি সেট প্যাটার্ন অনুসরণ করে এবং প্রযুক্তিটি উচ্চমাত্রায় দক্ষ কর্মীদের ঘাটতি পূরণ করতে পারে, ততদিন চালিয়ে যাওয়া হবে এই পরীক্ষা। গুগলের নতুন সিস্টেমের পরীক্ষা স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করে হার্ট এবং শ্বাস-প্রশ্বাসের হার পরিমাপ করার বিষয়ে একধাপ এগিয়েছে। গুগলের নতুন সিস্টেমের বৈশিষ্ট্যগুলি এখন Google Fit অ্যাপের মাধ্যমে অনেক ডিভাইসে উপলব্ধ৷ এর ফলে মানুষের অনেক সুবিধা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

গুগল (google) দীর্ঘকাল ধরে তার প্রযুক্তিগত দক্ষতাকে স্বাস্থ্যসেবায় আনার জন্য কাজ করে চলেছে। কিন্তু তাদের প্রচেষ্টা এবং পরীক্ষা উল্লেখযোগ্য ব্যবহার করা হচ্ছে কি না এবং তার সঠিক ফলাফল পাওয়া যাচ্ছে কি না তা সময়ই বলবে। গুগলের এই নতুন সিস্টেম চালু হয়ে গেলে স্বাস্থ্য নিরীক্ষণের এক নতুন দিগন্ত খুলে যাবে সকলের সামনে। এর ফলে স্মার্টফোনের মাধ্যমেই খুব সহজে করা যাবে স্বাস্থ্য নিরীক্ষণের কাজ।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
স্মার্টফোন দিয়েই মনিটর করা যাবে হার্ট, ডায়াবেটিস এবং চোখ ! নয়া সিস্টেম আনছে Google
Open in App
হোম
খবর
ফটো
লোকাল