TRENDING:

এবার থেকে এক ক্লিকেই Apple Photos sync হবে Google photos-এ, আসছে নতুন আপডেট!

Last Updated:

এই অটোমেটিক sync অপশন চালু করা বা বন্ধ করার জন্য iPhone বা ipad-এ Google Photos-এ যেতে হবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এত দিন Apple-এর কিছু বিধিনিষেধের জন্য ম্যানুয়ালি আইফোনে (iPhone) থাকা ফটো Google Photos-এ রাখতে হত। এ বার সেই সমস্যা মিটতে চলেছে। আপডেট হচ্ছে Google Photos। যাতে এ বার থেকে Apple iPhone ও iPad ব্যবহারকারীরা ফটো sync করার অপশন পাবেন। একই হবে Google Photos-এর ক্ষেত্রেও।
advertisement

Apple iPhone বা iPad ব্যবহার করেন এমন অনেকেই রয়েছে যাঁরা Google Photos বা cloud-এর ফ্যান। কিন্তু এত দিন ওই সংস্থার কিছু নিয়মের জন্য দুই অ্যাপের মাঝে sync করার কোনও অপশন ছিল না। কিন্তু চাহিদার খাতিরেই সেই বিধিনিষেধ উঠে যাচ্ছে এবং Google Photos-এর আগামী আপডেট থেকে এই sync করার বিষয়টি উপলব্ধ হবে। এবং চাইলেই পছন্দের ছবি Apple storage থেকে Google Photos-এ sync করা যাবে।

advertisement

এ বিষয়ে Google-এর তরফে জানানো হয়েছে, Apple Photos ও Google Photos আপনা থেকেই sync হয়ে যাবে, যখনই এর মধ্যে কোনও একটি ছবির উপর গিয়ে ফেভারিট অপশনে ক্লিক করা হবে। Google-এ স্টার Photos বা ফেভারিট Photos আপনা থেকেই Apple-এও ফেভারিট হয়ে যাবে। আর Apple-এর হার্ট Photos আপনা থেকেই Google Photos-এ ফেভারিট ফোটো হয়ে যাবে।

advertisement

এই অটোমেটিক sync অপশন চালু করা বা বন্ধ করার জন্য iPhone বা ipad-এ Google Photos-এ যেতে হবে। উপরের ডানদিকে অ্যাকাউন্ট প্রোফাইল ফোটোয় ক্লিক করতে হবে। সেখানে ফোটো সেটিংয়ে ক্লিক করতে হবে। যে উইন্ডোটি আসবে তাতে গিয়ে Apple photos-এ ক্লিক করতে হবে। এর পর Sync favourites অপশনে ক্লিক করতে হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, এ ক্ষেত্রে Google photos-এ একটি প্রম্পট আসতে পারে, যাতে সোজাসুজি এই sync-এর অপশন থাকবে।

advertisement

একই ভাবে কেউ যদি কোনও ফটো Apple-এ গিয়ে আনফেভারিট করে দেন, তা হলে সেটি আপনা থেকেই sync থাকবে না।

Android Police-এর তরফে জানানো হয়েছে, Google Photos-এ কোনও ছবির উপর কেউ স্টার ক্লিক করলেই সঙ্গে সঙ্গে Apple Photos app-এ তা sync হয়ে যাবে। তবে, Apple Photos app থেকে Google Photos-এ sync হতে একটু সময় লাগবে।

advertisement

প্রসঙ্গত, দ্বিতীয় জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপ হিসেবে Google Photos চলতি বছর ৫ মিলিয়ন ডাউনলোডের ক্যাটেগরিতে ঢুকেছে। তবে, এ ক্ষেত্রে উল্লেখ করা ভালো, বেশ কিছু অ্যান্ড্রয়েড ফোনে Google Photos প্রি-ইনস্টলড থাকে। সেই ফোনগুলিতেও যদি ইনস্টল হত, তা হলে সংখ্যাটা আরও বাড়ত বলে মনে করছে সংস্থা।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গতমাসেই Google-এর তরফে জানানো হয়, Google Photos-এর আনলিমিটেড cloud storage বন্ধ হতে চলেছে। বদলে ব্যবহারকারীদের Google One-এর সাবস্ক্রিপশন নিতে হবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এবার থেকে এক ক্লিকেই Apple Photos sync হবে Google photos-এ, আসছে নতুন আপডেট!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল