এই পুরো প্রক্রিয়াটির জন্য় যাবতীয় তথ্য় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Ministry of Health) কাছ থেকে নিয়েছে Google। জানা গেছে, চলতি সপ্তাহ থেকেই এই সুবিধা পাওয়া যাবে। দেশের প্রায় ১৩ হাজার এলাকায় অবস্থিত ভ্য়াকসিন সেন্টারের যাবতীয় তথ্য় পাওয়া যাবে Google - এর মাধ্য়মে। এবং রিয়েল টাইম ডেটা দেখা যাবে Google - এর মাধ্য়মে।
advertisement
কী কী তথ্য় পাওয়া যাবে ?
ভ্য়াকসিন নেওয়া সংক্রান্ত যাবতীয় তথ্য় পাওয়া যাবে। কোন সেন্টারে কতগুলি স্লট রয়েছে। তার মধ্য়ে কতগুলি স্লট বুকিং হয়েছে এবং কতগুলি খালি রয়েছে। কোন সেন্টার থেকে কোন ডোজ দেওয়া হচ্ছে। পাশাপাশি কোন সেন্টারে ফ্রি এবং কোথায় টাকা দিয়ে টিকা নেওয়া যাচ্ছে সেই তথ্য় পাওয়া যাবে। পাশাপাশি কোউইন (Cowin) ওয়েবসাইটে বুকিংয়ের জন্য় প্রয়োজনীয় লিঙ্কও পাওয়া যাবে। এর আগে কোভিড টেস্টিং সেন্টারের যাবতীয় তথ্য় আপডেট করেছিল Google।
এই সংক্রান্ত একটি ব্লগ পোস্ট করেছে Google। তাতে সংস্থাটি জানিয়েছে, কোভিড ভ্য়াকসিন সম্পর্কে যাবতীয় তথ্য় পাওয়া যাবে Google Search, Maps এবং Google Assistant-এ। ইংরেজি, বাংলা, হিন্দি-র পাশাপাশি তেলুগু, তামিল, মালয়ালাম, কন্নড, গুজরাটি এবং মারাঠি ভাষাতেও সার্চ করতে পারবেন ব্য়বহারকারীরা। এবিষয়ে Google - এর ডিরেক্টর (Director) হেমা বুধারাজু (Hema Budharaju) জানিয়েছেন, যেহেতু বর্তমানে সাধারণ মানুষ কোভিড সংক্রান্ত যাবতীয় তথ্য় জানতে চাইছেন তাই Google এই পদক্ষেপ নিয়েছে। CoWin টিমের সঙ্গেও কাজ করছে Google। যাতে আগামীতে আরও নতুন কিছু সুবিধা ব্য়বহারকারীদের দেওয়া সম্ভব হয়।