TRENDING:

আপনার হয়ে লিখে দেবে, এক নজরে দেখে নিন Google AI টুলস ব্যবহার করার সমস্ত খুঁটিনাটি

Last Updated:

গুগলের এই AI ভিত্তিক টুলটির নাম দেওয়া হয়েছে 'Help me write', যা ইউজারদের দারুণ ই-মেল লিখতে সাহায্য করবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ChatGPT লঞ্চ হওয়ার পর থেকেই চারিদিকে এই নিয়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। এর জন্য বিভিন্ন টেক কোম্পানি নতুন AI ভিত্তিক টুলস নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে। ChatGPT সবথেকে বেশি প্রতিযোগিতায় ফেলেছে জনপ্রিয় টেক কোম্পানি গুগলকে। এর জন্য গুগল ইতিমধ্যেই চালু করে দিয়েছে Google AI টুলস। এক নজরে দেখে নেওয়া যাক Google AI টুলস-এর সমস্ত খুঁটিনাটি।
advertisement

বর্তমান সময়ে, আনুষ্ঠানিকভাবে কারও সঙ্গে যোগাযোগ করার জন্য ই-মেল হল সবচেয়ে ভাল এবং নিশ্চিত উপায়। যদি কোনও অফিসের কাজ থাকে, কেউ যদি কোনও উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলতে চান বা যদি কোথাও আবেদন করতে চান কাজের জন্য তাহলে ই-মেলকে সবচেয়ে ভাল উপায় হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু, এমন অনেকেই আছেন যাঁরা ই-মেল লেখার সঠিক উপায় জানেন না। তাঁদের জন্য কাজে লাগবে Google AI টুলস।

advertisement

আরও পড়ুন: একবার বসালে ফুল চার্জ না দিয়ে ফোন তোলেন না? কাজটা ঠিক হচ্ছে তো?

অনেক সময় আমরা ভাবতে শুরু করি কী ভাবে কোনও একটি বিষয়ে ই-মেল লিখতে হয়, আবার অনেক সময় ইংরেজি সঠিকভাবে না বোঝার কারণে ই-মেল লেখা কঠিন হয়ে পড়ে। এই সমস্ত সমস্যার সমাধান নিয়ে এসেছে গুগল, যার মাধ্যমে আমরা কোনও বিশেষ প্রচেষ্টা ছাড়াই ভাল পেশাদার ই-মেল লিখতে পারব ও সেন্ড করতে পারব।

advertisement

গুগলের এই AI ভিত্তিক টুলটির নাম দেওয়া হয়েছে ‘Help me write’, যা ইউজারদের দারুণ ই-মেল লিখতে সাহায্য করবে। গুগলের বার্ষিক সম্মেলনে I/O ২০২৩-এ, গুগলের CEO সুন্দর পিচাই এই টুলটির ঘোষণা করেছেন এবং এর একটি উদাহরণও দেখিয়েছেন।

আরও পড়ুন – এই ৫টি সুপার কুল গ্যাজেট আছে? আপনার সামনে মাথা নোয়াতে বাধ্য হবে গরম

advertisement

সুন্দর পিচাই ‘হেল্প মি রাইট’ টুলটিকে ফ্লাইট বাতিলের ক্ষেত্রে এয়ারলাইন্সের কাছ থেকে সম্পূর্ণ অর্থ ফেরতের দাবিতে একটি ই-মেল লিখতে বলেছিলেন এবং তারপর চোখের পলকে, এই টুলটি সঠিক ই-মেল তৈরি করে দেয়।

অনেকবার এডিট করা সম্ভব –

এই টুলটিতে এই সুবিধাও দেওয়া হয়েছে যে, কারও যদি লেখা ই-মেল পছন্দ না হয়, তবে তিনি এটি এডিট করার জন্য নির্দেশ দিতে পারেন। ই-মেলটিকে আরও উন্নত করা, আরও বিশদে লেখা, বা ই-মেলটি ছোট করার মতো নির্দেশনা দেওয়া যেতে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিসর্জনে ফ্যাশন ঝড়! যেমন বাহারি চুলেন ছাঁট, তেমন রঙ! সিউড়ির শোভাযাত্রা যেন ফ্যাশন শো
আরও দেখুন

গুগলের তরফে জানানো হয়েছে, চলতি বছরের মার্চেই এই টুলটি কিছু লোককে পরীক্ষার জন্য দেওয়া হয়েছে। Google Workspace Suite-এর অপর্ণা পাপ্পু জানিয়েছেন যে, গুগলের পরীক্ষকরা একবার এই AI টুলটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করলে, এটি Duet AI ওয়ার্কস্পেসে অন্তর্ভুক্ত হবে। যদিও এই টুলটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য কবে পাওয়া যাবে, তা জানায়নি সংস্থাটি।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
আপনার হয়ে লিখে দেবে, এক নজরে দেখে নিন Google AI টুলস ব্যবহার করার সমস্ত খুঁটিনাটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল