গুগল একটি সাসপেক্টেড কলার অ্যালার্ট ফিচারের মাধ্যমে গ্রাহকদের কল আসাকালীন জানিয়ে দেবে যে কলটি স্প্যাম কল কি না। ব্লগ পোস্টের মাধ্যমে এই কথা জানিয়েছে গুগল। এই ফিচারের সাহায্যে গ্রাহকরা ফোন আসাকালীন তাঁদের স্ক্রিনে অ্যালার্টের পাশাপাশি কল হিস্টরিও দেখতে পাবেন।
আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!
advertisement
গ্রাহকদের নাজেহাল হওয়ার কথা মাথায় রেখে টেলকো ভারতে স্প্যাম কলকারীদের পরিমাণ সীমিত করার নির্দেশ দিলেও, এখনও পর্যন্ত কোনও আশাপ্রদ ফলাফল দেখা যায়নি। দেশের সরকারও বিভিন্ন সময় এই সমস্যাটি সমাধানের জন্য নানা ভাবে হস্তক্ষেপ করেছে। কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন এই সমস্যা বন্ধ করার একমাত্র উপায় প্রযুক্তির সাহায্য নেওয়া। গুগল সম্প্রতি যে ফিচারটি এনেছে সেটিতে যে কোনও স্প্যাম কল সম্পর্কে সিস্টেমকে সতর্ক করার ক্ষমতা রয়েছে।
এর সাহায্যে ফোন ব্যবহারকারীরা কলারকে স্প্যাম হিসাবে কললিস্ট থেকেও বাদ দিতে পারেন। গুগল কোনও অ্যাডমিনের সাহায্যে এই ফিচারটিকে কন্ট্রোল করবে না, এটি যে কোনও গুগল ভয়েস ইউজার ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন - ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন
তবে কোম্পানি এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য এই ফিচারটির ফাংশন করার কথা জানায়নি, অতএব, ধরে নেওয়া যেতে পারে যে স্প্যাম কলার টুলটি সাম্প্রতিক সমস্ত অ্যান্ড্রয়েড ফোনের জন্যই উপলব্ধ হবে।
গুগলের স্প্যাম কলার অ্যালার্ট সিস্টেমটি স্মার্টফোন গ্রাহকদের জন্য অসাধারণ একটি অপশন হিসেবে কাজ করবে। যাঁরা এতদিন ট্রুকলারের মতো অন্যান্য থার্ড-পার্টি অ্যাপ্লিকেশনগুলির ভরসায় থাকতেন, তাঁদের সাহায্য হবে বহু গুণে। তবে এটি শুধুমাত্র অ্যান্ড্রয়েডেই কার্যকর ভাবে কাজ করবে, অন্য দিকে আইওএস ব্যবহারকারীরা এর লাইটার ভার্সনটি পাবেন কারণ, অ্যাপল সাধারণত থার্ড পার্টির অ্যাক্সেসকে সুরক্ষার শর্তে সীমাবদ্ধ রাখে।