এই টেস্ট কিটটির নাম কোভিসেল্ফ CoviSelf (Rapid Antigen Test for Covid-19)। পুণের MY LAB DISCOVERY SOLUTION LTD এটা তৈরি করেছে ৷ বাজারে টেস্ট কিটটির দাম ২৫০ টাকা। এটি ১৮ বছর এবং তার চেয়ে বেশী বয়সী ব্যক্তিরা ব্যবহার করতে পারেন। ঘরে বসে করোনার টেস্টের জন্য এটি দেশের প্রথম টেস্টিং কিট। CoviSelf কিনতে গেলে Flipkart থেকে অন্তত দুটি কিট অর্ডার করতে হবে।
advertisement
টেস্টের রেজাল্ট রিপোর্ট এবং রেজিস্টার করার জন্য অবশ্যই CoviSelf অ্যাপ ব্যবহার করতে হবে। অ্যান্টিজেন কিটে সর্বাধিক ২৪ মাসের শেল্ফ লাইফ ভ্যালিডিটি সহ একটি সেফ সোয়াব (safe swab), টেস্ট কার্ড, একটি প্রিফিল এক্সট্র্যাকশন টিউব, ডিসপোজাল ব্যাগ, ইউজার ম্যানুয়াল রয়েছে।
কী ভাবে করবেন করোনা পরীক্ষা-
স্টেপ ১- সোয়াব প্যাকেট নীচের দিক থেকে খুলতে হবে ৷ সোয়াবের উপরের অংশ ধরবেন না ৷
স্টেপ ২- নাক থেকে স্যাম্পেল নেওয়ার পর একটি টিউব যেটা আগে থেকে ভর্তি রয়েছে তাতে ডোবাতে হবে ৷ টিউবের মধে নাকের সোয়াব ১০ বার ঘোরাতে হবে যাতে এটা সুনিশ্চিত করা যায় যে সোয়াব টিউবের বফারে ভালো করে ডুবে রয়েছে ৷
স্টেপ ৩- টেস্ট ডিভাইস খোলার ৫ মিনিটের মধ্যে ব্যবহার করতে হবে ৷ এরপর টিউবে থাকা লিক্যুইড টেস্ট ডিভাইসের উপরে রেখে ১০-১৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন রিপোর্ট আসার ৷ ২০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে ৷ করোনায় আক্রান্ত হলে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে রিপোর্ট চলে আসবে ৷ নেগেটিভ টেস্ট দেখার জন্য ২০ মিনিট অপেক্ষা করতে হবে ৷
স্টেপ ৪- টেস্টের রিপোর্টের ছবি আপনার ফোনে তুলে মাইল্যাব কোভিসেল্ফ মোবাইল অ্যাপে বিস্তারিত রিপোর্ট পেয়ে যাবেন ৷
ICMR এর তরফে জানানো হয়েছে, কেবল যাঁদের মধ্যে করোনার উপসর্গ রয়েছে এবং যে ব্যক্তিরা করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছেন কেবল তাঁরাই এই টেস্ট করাবেন ৷ এই টেস্টের রিপোর্ট পজিটিভ এলে তাঁদের করোনা আক্রান্ত মনে করা হবে এবং আর দ্বিতীয় টেস্ট করার দরকার পড়বে না ৷ এই টেস্টে নেগেটিভ রিপোর্ট এলে শীঘ্রই সেই ব্যক্তিদের আরটিপিসিআর টেস্ট করার পরামর্শ দেওয়া হয়েছে ৷