মারুতি সুজুকি CELERIO গাড়ির ওপর পাওয়া যাচ্ছে ৩৯,০০০ টাকার ছাড়। মারুতি সুজুকি কোম্পানির তরফে এই গাড়ির উপরে দেওয়া হচ্ছে ২০,০০০ টাকার ক্যাশ ছাড়, ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ৪,০০০ টাকার কর্পোরেট ছাড়। এছাড়াও এই গাড়ির বি, জেড এবং জেড প্লাস ম্যানুয়াল ট্রান্সমিশন ভ্যারিয়েন্ট মডেলের উপর মারুতি সুজুকি কোম্পানির তরফে দেওয়া হচ্ছে ৫৪,০০০ টাকা পর্যন্ত ছাড়।
advertisement
আরও পড়ুন - ইনবক্স মেমোরি ভর্তি হয়ে গিয়েছে? এক ক্লিকেই মুছে ফেলুন Gmail-র সব প্রোমোশনাল মেল, দেখে নিন কীভাবে
টাটা কোম্পানি সম্প্রতি তাদের TIAGO গাড়ির ইলেকট্রিক ভার্সন লঞ্চ করেছে। যা ইতিমধ্যেই খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। এর জন্য দীপাবলীর কথা মাথায় রেখে টাটা কোম্পানির তরফে বর্তমানে এই গাড়ির যে সকল ভ্যারিয়েন্ট মজুত রয়েছে, তার ওপরে দেওয়া হচ্ছে আকর্ষণীয় অফার। এই গাড়ির ওপর দেওয়া হচ্ছে ২৩,০০০ টাকার ছাড়। এই গাড়ির এক্সই, এক্সএম এবং এক্সটি ভ্যারিয়েন্ট মডেলের উপর দেওয়া হচ্ছে ১০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস, ৩,০০০ টাকার কর্পোরেট ছাড় এবং ১৩,০০০ টাকার ক্যাশ ছাড়। অন্য দিকে, এই গাড়ির এক্সজেড প্লাস ভ্যারিয়েন্ট মডেলের উপর দেওয়া হচ্ছে ১০,০০০ টাকার ক্যাশ ছাড়, ১০,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস এবং ৩,০০০ টাকার কর্পোরেট ছাড়।
রেনোর KWID গাড়ি যুব সম্প্রদায়ের কাছে খুবই জনপ্রিয়। দীপাবলীর জন্য এই গাড়ির ওপরেও পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ছাড়। এই গাড়ির ওপর পাওয়া যাচ্ছে ৩৫,০০০ টাকা পর্যন্ত ছাড়। এই গাড়ি কিনলে ১০,০০০ টাকার ক্যাশ ছাড় এবং ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস দেওয়া হচ্ছে। এই গাড়ির কয়েকটি ভ্যারিয়েন্টের ওপর ১০,০০০ টাকার কর্পোরেট ছাড় দেওয়া হচ্ছে।
মারুতি সুজুকি তাদের ফ্ল্যাগশিপ মডেল ALTO 10 গাড়িতে আকর্ষণীয় ছাড় দিচ্ছে। এই গাড়ির উপরে কোম্পানির তরফে ৩৯,০০০ টাকার ছাড় দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ২০,০০০ টাকার ক্যাশ ছাড় এবং ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস। এছাড়াও এই গাড়ির উপরে পাওয়া যাচ্ছে ৪,০০০ টাকার কর্পোরেট ছাড়।
