অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার উপায় (How to file ITR online: Here are simple and easy steps)-
স্টেপ ১ - অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল (ITR File) করার জন্য প্রথমেই আয়করের ই-ফাইলিং ওয়েবসাইটে লগ ইন করতে হবে। তার জন্য incometaxindiaefiling.gov.in.-এ ঢুকে ইউজার আইডি, পাসওয়ার্ড এবং জন্মের তারিখ দিতে হবে।
advertisement
স্টেপ ২ - এরপর লগ ইন করার পরে ‘ই-ফাইল' (E-file) অপশনে গিয়ে ক্লিক করতে হবে। তারপর ‘prepare and submit ITR online'-এ ক্লিক করতে হবে। অনলাইনে কেবল ITR 1 এবং ITR 4S জমা করা যাবে।
আরও পড়ুন - এসির খোঁজ করছেন ? এক নজরে দেখে নিন ভারতের সেরা ৮টি এয়ার কন্ডিশনারের তালিকা
স্টেপ ৩ - এবার বেছে নিতে হবে ITR 1 না কি ITR 4S কোন ফর্ম ভর্তি করা দরকার। সেই সঙ্গে বছরটিও সিলেক্ট করতে হবে। এখানে সঠিক বছর সিলেক্ট করতে হবে। অনেকেই এটি ভুল করে থাকে।
স্টেপ ৪ - এরপর সমস্ত তথ্য জমা করে ‘সাবমিট'-এ ক্লিক করতে হবে।
স্টেপ ৫ - এরপর যদি গ্রহণযোগ্য হয়, ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট (DSC) আপলোড করতে হবে।
স্টেপ ৬ - এবার ‘সাবমিট'-এ ক্লিক করতে হবে।
আরও পড়ুন - বিনা খরচে বাড়িতে ইন্টারনেটের স্পিড বাড়াতে চান ? দেখে নিন সহজ উপায়
স্টেপ ৭ - এরপর যদি সফল ভাবে জমা করা হয়ে থাকে, তাহলে ITR-V ফর্ম দেখতে পাওয়া যাবে। অবশ্যই যদি DSC ব্যবহৃত না হয়, তাহলেই। সেক্ষেত্রে ওই লিঙ্কে ক্লিক করে ITR-V ফর্মটি ডাউনলোড করতে হবে। ব্যবহারকারীর রেজিস্টার্ড ইমেলেও ITR-V পাঠিয়ে দেওয়া হয়। DSC সহ ITR জমা করলেই রিটার্ন জমা করার প্রক্রিয়া সম্পন্ন হয়। যদি DSC আপলোড না করা হয়, তাহলে ITR-V ফর্মটির প্রিন্ট আউট নিতে হবে। তারপর তা স্বাক্ষর করে Centralized Processing Centre (CPC)-এ পাঠাতে হবে ই-ফাইলিংয়ের ১২০ দিনের মধ্যে।