সম্প্রতি Detel ভারতীয় স্টার্টআপ সংস্থা বাজারে নিয়ে এসেছে Detel Easy নামে একটি ইলেকট্রিক স্কুটার। ইলেকট্রিক মোপেডে বেশ কয়েকটি ফিচার থাকবে। Detel জানিয়েছে, সিঙ্গল চার্জে স্কুটারটি প্রায় ৬০ কিমি পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারবে। এই ইলেকট্রিক স্কুটারে ৪৮ ভোল্ট ১২ এএইচ আইরন ফসফেট ব্যাটারী ব্যবহার করা হয়েছে৷ স্কুটারটির ২৫০ ওয়াটের ইলেকট্রিক মোটর ২৫ কিমি/ঘন্টা টপ স্পীড দিতে সক্ষম। ব্যাটারিটি এবার পুরো চার্জ করতে সর্বোচ্চ ৭-৮ ঘন্টা সময় লাগবে। রেগুলার পাওয়ার সকেটের মাধ্যমে এটি পুনরায় সম্পূর্ণ হয়ে যাবে।
advertisement
স্কুটারটিতে দুটি প্যাডেলও রয়েছে যাতে মাঝ রাস্তায় চার্জ শেষ হয়ে গেলে প্যাডেল করে গন্তব্যস্থলে পৌছে যাওয়া যায়। স্কুটারটির ফুটবোর্ডের নীচে রয়েছে ব্যাটারিটি। এছাড়া দুই চাকায় ড্রামব্রেক ও স্কুটারের সামনে জিনিসপত্র নেওয়ার জন্য রয়েছে একটি বাস্কেট। Detel Easy ইলেকট্রিক স্কুটারটির দাম মাত্র ১৯,৯৯৯ টাকা। তিনটি রঙে পাওয়া যাবে স্কুটারটি - পার্ল হোয়াইট, জেট ব্ল্যাক ও মেটালিক রেড। এই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে www.detel-india.com গিয়ে স্কুটারটি কিনতে পারবেন। এছাড়া সংস্থার পক্ষ থেকে ক্রেতাদের জন্য একটি ফ্রি হেলমেটও দেওয়া হবে। স্কুটারটির গতি যেহেতু কম তাই এটি কেনার পর ভিকেলস রেজিস্ট্রেশন বা চালানোর সময় ড্রাইভিং লাইসেন্স, কোনোটারই দরকার পড়বে না।