TRENDING:

কুকার থেকে শুরু করে কড়াই, মিনিটে পরিষ্কার হবে সমস্ত বাসনপত্র- ডিশওয়াশার সেরা বিকল্প

Last Updated:

এটির সাহায্যে, খুব সহজেই কম সময়ে নিজেদের বাড়ির সমস্ত বাসন চকচকে করা যেতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্তমানে কর্মজীবী নারীদের সবচেয়ে বড় সমস্যা, গৃহস্থালির কাজে সময়ের অভাব। এর ফলে ঘরে নোংরা জমতে শুরু করে এবং বাসনপত্র ময়লা থেকে যায়। কিন্তু, অনেকেই এই সকল কাজের জন্য লোক রেখে দেন। সেক্ষেত্রে বাড়ি সাফ রাখার জন্য এক পরিমাণ টাকা যায়। আবার বাসনপত্র মাজার জন্য প্রতি মাসের খরচও আলাদা পড়ে। যাঁরা এই সমস্ত কিছু নিয়ে নাজেহাল, তাঁদের কাছে সেরা বিকল্প হল Bosch ডিশওয়াশার। কারণ এতে যতই নোংরা পাত্র রাখা হোক না কেন, তা ঠিকমতো পরিষ্কার হয়ে যাবে। এটির সাহায্যে, খুব সহজেই কম সময়ে নিজেদের বাড়ির সমস্ত বাসন চকচকে করা যেতে পারে।
advertisement

এই Bosch ডিশওয়াশারকে ব্যবহারকারীরা খুবই ভাল রেটিং দিয়েছেন। এর পাশাপাশি এই ডিশওয়াশারের ফিচারগুলিও আশ্চর্যজনক। এই ডিশওয়াশার মেশিনগুলিতে একাধিক ওয়াশিং সেটিংস থাকে, যা নিজেদের পাত্র অনুযায়ী সেট করে নেওয়া যায়। এক নজরে দেখে নেওয়া যাক এই Bosch ডিশওয়াশারের ফিচার।

আরও পড়ুন: চলতে চলতে ফ্যানের স্পিড কমে গিয়েছে? নতুন এর মতো ঝড়ের গতির জন্য করুন এই কাজ

advertisement

ফিচার -

এই ডিশ ওয়াশিং মেশিনগুলি কয়েক মিনিটের মধ্যে পাত্রের গ্রিজ এবং দাগ ভালভাবে পরিষ্কার করে। ভারতীয় রান্নাঘরের প্রবণতা অনুযায়ী এগুলো তৈরি করা হয়েছে। এই ডিশওয়াশার মেশিনগুলিতে, তাৎক্ষণিকভাবে পরিষ্কার করার স্মার্ট প্রোগ্রামগুলি দেওয়া রয়েছে, যাতে পাত্রগুলি নোংরা থাকতে না পারে। এই ডিশওয়াশারে ইকো সাইলেন্স ড্রাইভ, ডোজ অ্যাসিস্ট, হাফ লোড অপশন, জল সংরক্ষণ, অতিরিক্ত শুকনো করা, স্বাস্থ্যকর ধোয়া এবং গ্লাস কেয়ার সিস্টেমের মতো বিশেষ ফিচার রয়েছে। এটি সামঞ্জস্যযোগ্য কাটলারি বক্সের সঙ্গে পাওয়া যায়। যা ৪ থেকে ৫ জন পরিবারের সদস্যদের জন্য সেরা।

advertisement

Bosch ডিশওয়াশারের প্রধান ফিচার -

ডিশওয়াশার - ১২টি সেটিংস।

৬টি ওয়াশ প্রোগ্রাম।

ওয়ারেন্টি - ২ বছরের ওয়ারেন্টি।

৬টি প্রোগ্রাম, ৪টি বিকল্প, ভারী নোংরা পাত্রের জন্য ইন্টেন্সিভ কড়াই ৭০ ডিগ্রি প্রোগ্রাম, হাফ লোড প্রোগ্রাম, ফোল্ডেবেল র‍্যাক।

ইকো সাইলেন্স ড্রাইভ - টপ শাওয়ার, অ্যাকোয়া সেন্সর এবং লোড সেন্সর।

advertisement

ইনার টব - পলিনোক্স, ডোজ অ্যাসিস্ট বাস্কেট এবং গ্লাস কেয়ার সিস্টেম

দাম -

সেরা ভিডিও

আরও দেখুন
প্রতিষ্ঠিত হওয়াই লক্ষ্য মৌমিতার, বক্সিং রিং তাঁর সব থেকে ভালবাসার জায়গা
আরও দেখুন

এই ডিশওয়াশারে থালা-বাসন ধোয়ার সময় জল কম লাগে। এই ডিশওয়াশার মেশিনে বাসন লোড করার আগে সেগুলি ম্যানুয়ালি ধোয়ার দরকার নেই। এতে বিভিন্ন আকারের বাসন সহজে পরিষ্কার করা যায়। গ্রাহকরা Amazon-এ Bosch ১২ Place Settings Dishwasher (SMS66GW01I, সিলভার ইনবক্স) ৪৩,৭৯০ টাকায় কিনতে পারেন৷

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
কুকার থেকে শুরু করে কড়াই, মিনিটে পরিষ্কার হবে সমস্ত বাসনপত্র- ডিশওয়াশার সেরা বিকল্প
Open in App
হোম
খবর
ফটো
লোকাল