বিগত মাসে ক্রাফটন (Krafton) সরাসরি অভিযোগ জানিয়েছিল যে গারেনা পাবজি মোবাইলকে কপি করে ভারতে লঞ্চ করেছে তাদের গেমিং অ্যাপ। এর আপডেটেড ভার্সনে যোগ করা হয়েছে পাবজি মোবাইলের নানা ধরনের উন্নত ও আধুনিক ফিচার (54 Banned Chinese Apps In India)। নতুন ফিচার যুক্ত এই আপডেটেড ভার্সনে প্রয়োগ করা হয়েছে উন্নত প্রযুক্তি। আপডেটেড ভার্সনে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের মোড, যা আসলে পাবজি মোবাইলকে কপি করে যুক্ত করা হয়েছে। ফ্রি ফায়ার সম্পূর্ণ রূপে পাবজি মোবাইলকে কপি করে ভারতে জনপ্রিয়তা অর্জন করার চেষ্টা করছে। পাবজি মোবাইলকে কপি করে ফ্রি ফায়ার (Garena Free Fire Ban) তাদের গেমে যুক্ত করেছে এয়ারড্রপ ফিচার। এছাড়াও পাবজি মোবাইলকে কপি করে উইপন, আর্মার, ইউনিক অবজেক্ট, লোকেশন ইত্যাদি বিভিন্ন ধরনের ফিচার ফ্রি ফায়ারে যুক্ত করা হয়েছে।
advertisement
আরও পড়ুন - ভারতে ফের নিষিদ্ধ হচ্ছে ৫৪টি চিনা অ্যাপ! তালিকায় রয়েছে বিখ্যাত গেম, দেখে নিন তালিকা
আরও পড়ুন - সাবধান! ফোন টেক্সট স্ক্যাম নিয়ে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে, ডিলিট করা উচিত ম্যালওয়ার
এর ফলে ক্রাফটন (Krafton) অবিলম্বে গারেনা ইন্টারন্যাশনালকে জানায় তা বন্ধ করতে। ভারতে এবং চিনে ২০২১ সালে গারেনা ফ্রি ফায়ার গেম (Garena Free Fire Ban) প্রায় ৪১৪ মিলিয়ন ডলার আয় করে। অন্য দিকে, পাবজি মোবাইল ভারতে এবং চিনে ২০২১ সালে আয় করে প্রায় ৬৩৯ মিলিয়ন ডলার। ভারত সরকার দেশে পাবজি মোবাইল অ্যাপ ব্যান করে দেওয়ার ফলে ভারতের বাজার দখল করার চেষ্টা করে গারেনা ফ্রি ফায়ার গেম। কিন্তু ক্রাফটন সরাসরি সরাসরি অভিযোগ জানিয়েছে যে গারেনা পাবজি মোবাইলকে কপি করে ভারতে লঞ্চ করেছে তাদের গেমিং অ্যাপ। এর মধ্যেই সম্প্রতি এবার গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে না এই জনপ্রিয় ফ্রি ফায়ার গেম।