Mi 5X series: ৩৭% ছাড়ে ৩৭৯৯৯ টাকায় -
শাওমির এমআই ৫ এক্স সিরিজের স্মার্ট টিভিতে ২ জিবি র্যাম আর ১৬ জিবি ইন্টারনাল মেমরি আছে। আর ভিডিও পরিচালনার জন্য আছে চার কোর-ওয়ালা এ৫৫ মগজ। এই টিভিটি ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই সমর্থন করে, এর রিফ্রেশ রেট ৬০ হার্ৎজ। ৪০ ওয়াটের স্পিকার রয়েছে এই টিভি তে।
advertisement
Samsung Crystal 4K Series: ৩৯% ছাড়ে ৪১৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে -
স্যামসাংয়ের এই স্মার্ট টিভিতে আছে ইএচ ডি আর ১০ প্লাস পর্দা, অটো গেম মোড। বলা বাহুল্য স্যামসাং ক্রিস্টাল একটা ফোর কে সিরিজ টিভি। এর রিফ্রেশ রেট ৬০ হার্ৎজ। সব থেকে জরুরি ব্যাপার হল পেন ড্রাইভের মতো ইউএসবি ডিভাইস চালানোর জন্য এখানে অনেক সুযোগ রয়েছে।
আরও পড়ুন - ল্যাপটপ ON থাকা অবস্থাতে হাতে নিয়ে ঘোরাঘুরি করেন? হতে পারে মারাত্মক ক্ষতি
LG UP7550: ৩০% ছাড়ে ৪৮৮২১ টাকায় পাওয়া যাচ্ছে -
এলজি ইউপি ৭৫৫০ টিভি চলে ওয়েব ওএসয়ের মাধ্যমে। অন্যান্য অনেক সুবিধার সঙ্গে এই স্মার্ট টিভিটি গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যালেক্সা, অ্যাপল এয়ার প্লে আর অ্যাপল হোমকিট-এর মাধ্যমেও চালানো যেতে পারে।
Sony Bravia: ৩৩% ছাড়ে ৫৭৯৪০ টাকায় পাওয়া যাচ্ছে -
সোনির এই স্মার্ট টিভিটি গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যালেক্সা, অ্যাপল এয়ার প্লে আর অ্যাপল হোমকিট-এর মাধ্যমে চালানো যেতে পারে। টিভিটি চালানোর মূল মগজ বা প্রসেসর বেশ নতুন। ২০ ওয়াটের শব্দ তেমন জোরালো না হলেও ছোট ঘরের পক্ষে যথেষ্ট। এটিতে বিভিন্ন ডিসপ্লে প্রযুক্তি রয়েছে যেমন- সঠিক রঙ, ফোর কে এক্স রিয়ালিটি প্রো এবং মোশন ফ্লোর মতো নতুন প্রযুক্তি।
আরও পড়ুন - ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করার দিন শেষ, পুরনো মেসেজ চোখের নিমেষে খুঁজে দেবে WhatsApp-এর নয়া ফিচার
OnePlus Y1S Pro: ৩৫% ছাড়ে ২৯৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে -
ওয়ানপ্লাস ওয়াই ওয়ান এস প্রো স্মার্ট টিভিতে ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাইয়ের সুবিধা রয়েছে। এই টিভির শব্দ ক্ষমতা ২৪ ওয়াট। অ্যান্ড্রয়েড স্মার্টের মতো বিশেষ বৈশিষ্ট্যগুলি থাকায় এটা প্রকৃত পক্ষেই এক আধুনিক যুগের স্মার্ট টিভি।