সম্প্রতি ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, বলা হচ্ছে যে ভারতে Oppo Reno4 Pro-এর শুধুমাত্র 4G ভেরিয়েন্টে মডেল লঞ্চ হবে। সেই সঙ্গে ফোনের দাম আর ক্যামেরা স্পেসিফিকেশনের দাবি করা হয়েছে।
advertisement
টিপ্সটার Abhishek Yadav জানিয়েছিল যে, Oppo Reno4 Pro-এর দাম শুরু হতে পারে ৩২,৯৯৯ টাকা থেকে। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G প্রসেসর থাকতে পারে। সঙ্গে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ বিকল্প থাকতে পারে। Oppo Reno4 Pro-তে ৬.৫৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে, ৯০ হার্জ রিফ্রেশ রেট ও ফুল এইচডি প্লাস রেজুলেশন সাপোর্টের সঙ্গে। ফোনে পাওয়ারের জন্য থাকতে পারে 4000mAh, ৬৫ ওয়াট VOOC 2.0 ফ্ল্যাশ চাজিং-এর সঙ্গে।
ছবি তোলার জন্য Reno4 Pro-তে থাকতে পারে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স, ১৩ মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর আছে আর সেলফির জন্য ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।
নতুন Oppo Reno4 Pro-তে 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে থাকবে। এতে একটি বিশেষ 3D বর্ডারলেস সেন্স স্ক্রিনের সুবিধা পাওয়া যাবে।