OnePlus কোম্পানির তরফে এখনও তাদের নতুন OnePlus Nord 2T ফোনের ফিচার সম্পর্কে কিছু জানানো হয়নি। কিন্তু একটি ব্লগপোস্ট অনুযায়ী OnePlus Nord 2T ফোনে রয়েছে ৮০ ডব্লু ফাস্ট চার্জ। OnePlus কোম্পানির তরফে তাদের নতুন OnePlus Nord 2T ফোনের দাম সম্পর্কেও কিছু জানানো হয়নি। কিন্তু OnePlus Nord 2T এর ফিচার সম্পর্কে কয়েকটি বিষয় জানা গিয়েছে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী OnePlus Nord 2T ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ চিপসেট। OnePlus Nord 2T ফোনে রয়েছে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। OnePlus Nord 2T ফোনে রয়েছে লেটেস্ট অক্সিজেন ওএস১২ ভার্সন। এছাড়াও OnePlus Nord 2T ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১২ ভার্সন। OnePlus Nord 2T ফোনে রয়েছে ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। OnePlus Nord 2T ফোনে রয়েছে ৯০ এইচজেড রিফ্রেশ রেট। OnePlus Nord 2T ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা মডিউল। OnePlus Nord 2T ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। OnePlus Nord 2T ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেলের মনোক্রোম সেন্সর। OnePlus Nord 2T ফোনে ক্যামেরার জন্য ব্যবহার করা হয়েছে নতুন মডিউলের ডিজাইন।
advertisement
OnePlus Nord CE 2 Lite 5G ফোন ইতিমধ্যেই লঞ্চ করা হয়েছে ভারতের বাজারে। এবার এই ফোন বিশ্বের অন্যান্য নাজারে লঞ্চ করতে চলেছে OnePlus কোম্পানি। OnePlus Nord CE 2 Lite 5G ফোনে রয়েছে ৩৩ ডবলু ফাস্ট চার্জ। OnePlus Nord CE 2 Lite 5G ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট। OnePlus Nord CE 2 Lite 5G ফোনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা। এছাড়াও ভারতে ইতিমধ্যেই লঞ্চ করা হয়েছে OnePlus কোম্পানির Nord Buds, কম দামের মধ্যে এর গুণমান ক্রেতার মন জয় করেছে।