এবার যেমন সেই তুলনা ফের উঠল নতুন OnePlus 13T নিয়ে। আপাতত তা চিনের বাজারে এসেছে। OnePlus-এর এই ফ্ল্যাগশিপ মডেলটিকে একটি কমপ্যাক্ট প্রিমিয়াম ফোন হিসেবেই বাজার দেখছে যা Samsung Galaxy S25, Pixel 9, এমনকি iPhone 16-এর মতো স্মার্টফোনের মডেলও টেক্কা দিতে পারে। OnePlus তার এই ফোনে Snapdragon 8 সিরিজের চিপসেট ব্যবহার করেছে। সুপারফাস্ট চার্জিংয়ের সুবিধা তো রয়েছেই! চোখে পড়ার মতো আলাদা ডিজাইনের এই ডিভাইসের দামও কিন্তু খুব একটা বেশি নয়।
advertisement
চিনে OnePlus 13T-এর দাম শুরু হচ্ছে CNY ৩,৩৯৯ (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৯,০০০ টাকা) থেকে, এই দাম 12GB + 256GB ভ্যারিয়েন্টের জন্য। 16GB + 1TB ভ্যারিয়েন্টের জন্য দাম যাবে CNY ৪,৪৯৯ (ভারতীয় মুদ্রায় প্রায় ৫২,০০০ টাকা)। বলে রাখা ভাল, চিনে OnePlus 13T-এর সেল ৩০ এপ্রিল, ২০২৫ তারিখ থেকে শুরু হচ্ছে।
OnePlus 13T স্পেসিফিকেশন
ফোনটিতে 6.32-ইঞ্চি AMOLED LTPO ডিসপ্লে রয়েছে যা 120Hz রিফ্রেশ রেট সহ 2,400 নিট ব্রাইটনেস এবং ডলবি ভিশন অফার করে। ফোনটি স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেটে চলে যা 16GB পর্যন্ত RAM এবং 1TB স্টোরেজ সহ পাওয়া যাবে।
OnePlus এই ফোনে 50MP প্রাইমারি সেন্সর এবং 50MP টেলিফটো লেন্স সহ একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম অফার করছে। এটি চিনে অ্যান্ড্রয়েড ১৫ ColorOS ভার্সনে পাওয়া যাবে, এতে নতুন iPhone 16-এর মতো কুইক কি অ্যাকশন বাটনও রয়েছে।
OnePlus 13T ফোনটিতে 6,260mAh ব্যাটারি রয়েছে। এটি OnePlus 13 মডেলের ব্যাটারির চেয়ে বড়, তবে এটি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যা আবার ফ্ল্যাগশিপ ভার্সনের 100W সাপোর্টের চেয়ে সামান্য কম। OnePlus, Vivo এবং Oppo চলতি বছর বাজারে তথাকথিত মিনি ফোন নিয়ে এসেছে, Xiaomi 15-ও সেই দলেই পড়ে, খুব বড় ফোন হাতে যাঁরা ঘুরতে পছন্দ করেন না, এই মডেলগুলো তাঁদের জন্য বানানো হয়েছে বলাই যায়!