সুত্র মারফত পাওয়া খবর, এখন OnePlus কোম্পানি আরও একটি নতুন ফোন লঞ্চ করতে প্রস্তুত। জানা গিয়েছে যে, OnePlus তাদের নতুন ফোন OnePlus ACE 2 লঞ্চ করতে প্রস্তুত।
জানা গিয়েছে যে চিনের বাইরে নতুন এই ফোনটি OnePlus 11R 5G নামে লঞ্চ করা হবে। এক নজরে দেখে নেওয়া যাক OnePlus কোম্পানির নতুন এই ফোনের সমস্ত খুঁটিনাটি।
advertisement
আরও পড়ুন- ফেসবুকে বড় বদল! নগ্ন ছবি পোস্ট করা যাবে কোনও সমস্যা ছাড়াই
OnePlus 11R 5G-এর চিনা ভ্যারিয়েন্ট মডেলটি কোম্পানির ওয়েবসাইটে দেখা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, OnePlus ACE 2 এবং OnePlus 11R 5G-তে একই ধরনের স্পেসিফিকেশন থাকতে পারে। কিন্তু এই সম্পর্কে OnePlus কোম্পানির তরফে অফিসিয়ালি এখনও কিছু জানানো হয়নি।
জানা গিয়েছে যে, OnePlus 11R 5G ফোনে ১২০Hz রিফ্রেশ রেট সহ একটি ৬.৭-ইঞ্চি ফুল-এইচডি প্লাস অ্যামোলেড (AMOLED) ব্যবহার করা হতে পারে।
সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী OnePlus 11R 5G ফোনে ব্যবহার করা হতে পারে Snapdragon 8+ Gen 1 প্রসেসর। OnePlus 11R 5G ফোনের ফিচার সম্পর্কে OnePlus কোম্পানির তরফে অফিসিয়ালি এখনও কিছু জানানো হয়নি।
জানা গিয়েছে যে OnePlus 11R 5G ফোনে ব্যবহার করা হতে পারে ১৬ জিবি র্যাম (RAM) এবং ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। বলা হচ্ছে যে, OnePlus 11R 5G ফোনে ব্যবহার করা হতে পারে ১০০ ডব্লু (W) ফাস্ট চার্জিং সাপোর্ট। OnePlus 11R 5G ফোনে ব্যবহার করা হতে পারে একটি ৫০০০ এমএএইচের (mAh) এর শক্তিশালী ব্যাটারি।
OnePlus 11R 5G ফোনে ব্যবহার করা হতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হতে পারে ৫০ মেগাপিক্সেলের এবং বাকি দুটি ক্যামেরা হতে পারে ১২ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের। এছাড়াও, সেলফিোর জন্য, এতে হোল-পাঞ্চ কাটআউটে একটি ১৬-মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে।
আরও পড়ুন- গান করেও শেয়ার করা যাবে WhatsApp স্টেটাসে, আসছে মজার ফিচার
OnePlus 11R 5G ফোন বিশ্ব বাজারে OnePlus 11R 5G হিসাবে আত্মপ্রকাশ করার জন্য প্রস্তুত করা হয়েছে। যদিও OnePlus ACE 2 বা OnePlus 11R 5G লঞ্চের বিষয়ে কোম্পানির তরফে অফিসিয়ালি এখনও কোন ঘোষণা করা হয়নি।