ওলার সিইও ভাবেশ আগরওয়াল এরে একে স্কুটারের ফিচার্স তুলে ধরছেন। এদিন যেমন তিনি জানিয়েছেন, ওলার স্কুটারে থাকবে রিভার্স মোড। চার চাকায় যেমন থাকে রিভার্স গিয়ার, ঠিকস তেমনই। অর্থাত্, পা দিয়ে না ঠেলেও স্কুটার পিছনে সরানো যাবে। সাধারণত স্কুটারে এমন ফিচার্স থাকে না। দুচাকায় সাধারণত এই ফিচার্স-এর দরকার পড়ে না। পা দিয়ে ঠেলেই পিছনে সরাতে হয় স্কুটার বা মোটরসাইকেল। তবে ওলা এই সুবিধা দেবে গ্রাহকদের। এদিন ভাবেশ আগরওয়াল একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ওলার স্কুটার রিভার্স মোড-এ চলছে। অর্থাত্, পিছনের দিকে ছুটছে। যা দেখে অনেকেই অবাক। ১৭ সেকেন্ডের সেই ভিডিও ব্যাপক শেয়ার হচ্ছে।
advertisement
ভাবেশ ক্যাপশনে লিখেছেন '!won em ot netsiL'. যা কি না অনেকেই বুঝতে পারেননি। আসলে তিনি লিখেছেন Listen to me now! কিন্তু সেটা উল্টো করে লিখেছেন। স্কুটার পিছনে চলতে পারবে। তার সঙ্গে সামঞ্জস্য রেখেই এমন ক্যাপশন লিখেছেন তিনি। উল্লেখ্য, দশটি কালার অপশনে এই স্কুটার পাবেন গ্রাহকরা। ১৫ জুলাই শুরু হয়েছিল বুকিং। ২৪ ঘণ্টায় এক লাখ স্কুটার বুক হয়েছিল। ওলা গ্রাহকদের বাড়িতে স্কুটার ডেলিভারি করবে বলে জানিয়েছিল। সংস্থার তরফে এই স্কুটারের দাম এখনও জানানো হয়নি। তবে এই স্কুটারের দাম ৮৫ হাজার টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সাবসিডির ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না।