TRENDING:

৪০ হাজার টাকায় বাড়িতে আসবে নতুন স্কুটি! সস্তায় চড়বেন দু'চাকা, খরচ কমবে

Last Updated:

Ola scooty- ভারতের বাজারে Gig এবং S1 Z সিরিজের বৈদ্যুতিক স্কুটি লঞ্চ করল ওলা ইলেকট্রিক। দাম একেবারে সাধ্যের মধ্যে। মাত্র ৪৯৯ টাকা দিয়ে বুকিং করতে পারেন গ্রাহক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভারতের বাজারে Gig এবং S1 Z সিরিজের বৈদ্যুতিক স্কুটি লঞ্চ করল ওলা ইলেকট্রিক। দাম একেবারে সাধ্যের মধ্যে। মাত্র ৪৯৯ টাকা দিয়ে বুকিং করতে পারেন গ্রাহক। Gig এবং S1 Z-এর ডেলিভারি যথাক্রমে এপ্রিল ২০২৫ এবং মে ২০২৫ থেকে শুরু হবে।
News18
News18
advertisement

লঞ্চ হওয়া মডেলগুলির মধ্যে রয়েছে Gig, Gig+, S1 Z এবং S1 Z+। Ola Gig-এর দাম ৩৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। Gig+ বিক্রি হচ্ছে ৪৯,৯৯৯ টাকায় (এক্স-শোরুম)। S1 Z-এর দাম পড়ছে ৫৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। আর S1 Z+ ৬৪,৯৯৯ টাকায় (এক্স-শোরুম) ঘরে আনতে পারবেন গ্রাহক।

Ola Gig: গিগ ওয়ার্কারদের কাজের সূত্রে কাছেপিঠে যেতে হয়। তাঁদের কথা মাথায় রেখেই এই স্কুটারটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। চমৎকার লুক, দূর্দান্ত রেঞ্জ। পে-লোড ক্ষমতাও যথেষ্ট। স্কুটারের সর্বোচ্চ গতি ২৫ কিমি প্রতি ঘণ্টা। ১১২ কিলোমিটারের রেঞ্জ। এতে রয়েছে ১.৫ কিলোওয়াটের রিমুভেবল ব্যাটারি এবং ১২ ইঞ্চির টায়ার।

advertisement

আরও পড়ুন- সাবধান! রুম হিটার ব্যবহারের আগে জানুন! নয়ত জলের মতো টাকা খরচ হবে

Ola Gig+: দীর্ঘ দূরত্বে পাড়ি দেওয়ার জন্য গিগ ওয়ার্কারদের উপযোগী করে এই বাইক বানানো হয়েছে। সর্বোচ্চ গতি ৪৫ কিমি প্রতি ঘণ্টা। এই স্কুটারেই রিমুভেবল সিঙ্গল বা ডুয়েল ব্যাটারি দেওয়া হয়েছে। প্রতিটি ১.৫ কিলোওয়াটের। ফুল চার্জে ৮১ কিমি পাড়ি দিতে পারে। ১.৫ কিলোওয়াট পিক আউটপুট ক্ষমতাসম্পন্ন হাব মোটর চালিত এই স্কুটার বি২বি ক্রয় এবং ভাড়ার জন্য পাওয়া যাবে।

advertisement

S1 Z: ওলা S1 Z ব্যক্তিগত ব্যবহারের জন্য তৈরি। বিশেষ করে শহুরে এলাকার যাত্রীদের জন্য উপযোগী। এতেও ১.৫ কিলোওয়াটের রিমুভেবল ডুয়েল ব্যাটারি দেওয়া হয়েছে। যা ৭৫ কিমি (ডুয়াল ব্যাটারিতে ১৪৬ কিমি) আইডিসি-সার্টিফাইড রেঞ্জ প্রদান করে। এর সর্বোচ্চ গতি ৭০ কিমি প্রতি ঘণ্টায়। ২.৯ কিলোওয়াট হাব মোটর চালিত এই স্কুটার মাত্র ১.৮ সেকেন্ডে ০ থেকে ২০ কিমি গতি তুলতে পারে। ৪.৮ সেকেন্ডে ০-৪০ কিমি গতি তুলতে সক্ষম। এতে একটি এলসিডি ডিসপ্লেও রয়েছে।

advertisement

আরও পড়ুন- AirFiber প্ল্যান অফার চালু করল Jio; মাত্র ১১১১ টাকায় ৫০ দিনের ভ্যালিডিটি!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

S1 Z+: ওলা S1 Z+ ব্যক্তিগত এবং হালকা বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে। এতে ১.৫ কিলোওয়াটের রিমুভেবল ব্যাটারি দেওয়া হয়েছে। যা ৭৫ কিমি (ডুয়াল ব্যাটারিতে ১৪৬ কিমি) আইডিসি-সার্টিফাইড রেঞ্জ প্রদান করে এবং সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৭০ কিমি। এতে রয়েছে ১৪ ইঞ্চির টায়ার এবং একটি এলসিডি ডিসপ্লে। ২.৯ কিলোওয়াট হাব মোটর চালিত এই স্কুটার মাত্র ১.৮ সেকেন্ডে ০ থেকে ২০ কিমি গতি তুলতে পারে। ৪.৭ সেকেন্ডে ০-৪০ কিমি গতি তুলতে সক্ষম। গিগ এবং এস১ জেড সিরিজের পাশাপাশি ওলা ইলেকট্রিক ওলা পাওয়ারপড চালু করেছে। এই স্কুটারের পোর্টেবল ব্যাটারিগুলিকে ইনভার্টার হিসাবে ব্যবহার করা হয়।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
৪০ হাজার টাকায় বাড়িতে আসবে নতুন স্কুটি! সস্তায় চড়বেন দু'চাকা, খরচ কমবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল