TRENDING:

সম্পূর্ণ সুরক্ষিত আরোগ্য সেতু অ্যাপ, হ্যাকারকে জবাব কেন্দ্রের

Last Updated:

খুব সুরক্ষিত পদ্ধতিতে এনক্রিপটেড সার্ভারে সংরক্ষিত থাকে ব্যবহারকারীদের তথ্য, জানিয়েছে কেন্দ্র

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতেই ‘‌Aarogya Setu’‌ অ্যাপ এনেছে কেন্দ্র। ‘আরোগ্য সেতু’ নামে এই অ্যাপ আপনার ফোনে ইন্সটল করা থাকলে আপনার কাছাকাছি কোনও করোনা আক্রান্ত এলে নোটিফিকেশন পেয়ে যাবেন। লোকেশন ও ব্লুটুথ, এই দুটি ব্যবহার করে এই তথ্য জানাবে কেন্দ্রীয় সরকার। Google Play Store ও Apple Store- থেকে ডাউনলোড করা যাচ্ছে ‘আরোগ্য সেতু’ অ্যাপ।
advertisement

মঙ্গলবার ট্যুইট করে এক ফরাসি এথিকাল হ্যাকার আরোগ্য সেতু অ্যাপটির সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন। এলিয়ট অল্ডারসন নামে সেই হ্যাকার টুক করে লেখেন, '৯ কোটি ভারতীয়র লোকেশনের মত ব্যক্তিগত তথ্য সংরক্ষিত রয়েছে। যে কোনও সময় কোন‌ও হ্যাকার হাতিয়ে নিতে পারে এই তথ্যগুলি।' তিনি এটাও লেখেন যে, 'রাহুল গান্ধী ঠিক বলেছিলেন'।

বুধবার সকালেই এর উত্তরে একটি বিবৃতি জারি করল কেন্দ্র। সেই বিবৃতিতে লেখা আছে যে, এথিকাল হ্যাকারের সঙ্গে তাঁদের কথা হয়েছে। আরোগ্য সেতু অ্যাপে তথ্য চুরির সম্ভাবনার কোন‌ও প্রমাণ দিতে পারেননি সেই হ্যাকার। সেই বিবৃতিতে আরোগ্য সেতু টিম জানিয়েছে যে খুব সুরক্ষিত পদ্ধতিতে এনক্রিপটেড সার্ভারে সংরক্ষিত থাকে ব্যবহারকারীদের তথ্য। অ্যাপ ব্যবহারকারীদের লোকেশনের তথ্য প্রকাশ্যে এসে যাবার কোন সম্ভাবনা নেই।

advertisement

এই উত্তর পেয়ে খুব একটা সন্তুষ্ট নয় হ্যাকার লিয়ট অল্ডারসন। ট্যুইট করে তিনি জানান যে এই বিষয় নিয়ে আরও কিছু তথ্য আগামিকাল বৃহস্পতিবার সামনে আনবেন। এর কিছুক্ষণ পর তিনি ফের একটি ট্যুইট করেন, তাতে তিনি প্রশ্ন করেন, "ট্রায়াঙ্গুলেশন কী তা আপনাদের জানা আছে?"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বর্তমানে এই অ্যাপটি ব্যবহার করছেন প্রায় ৯০ লক্ষ ভারতীয়।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
সম্পূর্ণ সুরক্ষিত আরোগ্য সেতু অ্যাপ, হ্যাকারকে জবাব কেন্দ্রের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল