মঙ্গলবার ট্যুইট করে এক ফরাসি এথিকাল হ্যাকার আরোগ্য সেতু অ্যাপটির সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন। এলিয়ট অল্ডারসন নামে সেই হ্যাকার টুক করে লেখেন, '৯ কোটি ভারতীয়র লোকেশনের মত ব্যক্তিগত তথ্য সংরক্ষিত রয়েছে। যে কোনও সময় কোনও হ্যাকার হাতিয়ে নিতে পারে এই তথ্যগুলি।' তিনি এটাও লেখেন যে, 'রাহুল গান্ধী ঠিক বলেছিলেন'।
বুধবার সকালেই এর উত্তরে একটি বিবৃতি জারি করল কেন্দ্র। সেই বিবৃতিতে লেখা আছে যে, এথিকাল হ্যাকারের সঙ্গে তাঁদের কথা হয়েছে। আরোগ্য সেতু অ্যাপে তথ্য চুরির সম্ভাবনার কোনও প্রমাণ দিতে পারেননি সেই হ্যাকার। সেই বিবৃতিতে আরোগ্য সেতু টিম জানিয়েছে যে খুব সুরক্ষিত পদ্ধতিতে এনক্রিপটেড সার্ভারে সংরক্ষিত থাকে ব্যবহারকারীদের তথ্য। অ্যাপ ব্যবহারকারীদের লোকেশনের তথ্য প্রকাশ্যে এসে যাবার কোন সম্ভাবনা নেই।
এই উত্তর পেয়ে খুব একটা সন্তুষ্ট নয় হ্যাকার লিয়ট অল্ডারসন। ট্যুইট করে তিনি জানান যে এই বিষয় নিয়ে আরও কিছু তথ্য আগামিকাল বৃহস্পতিবার সামনে আনবেন। এর কিছুক্ষণ পর তিনি ফের একটি ট্যুইট করেন, তাতে তিনি প্রশ্ন করেন, "ট্রায়াঙ্গুলেশন কী তা আপনাদের জানা আছে?"
বর্তমানে এই অ্যাপটি ব্যবহার করছেন প্রায় ৯০ লক্ষ ভারতীয়।