TRENDING:

নতুন বছরেই বাজারে আসছে হুন্ডাই গ্র্যান্ড আই ১০ !

Last Updated:

২০০৪ সালে ভারতীয় বাজারে পা রেখেই ভারতের গাড়ি বাজারকে একেবারে নিজের দিকে ঘুরিয়ে নিয়েছিল হুন্ডাই ৷ এবার নিজেকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ২০০৪ সালে ভারতীয় বাজারে পা রেখেই ভারতের গাড়ি বাজারকে একেবারে নিজের দিকে ঘুরিয়ে নিয়েছিল হুন্ডাই ৷ এবার নিজেকে আরও বেশিমাত্রায় আপটুডেট করে বাজারে আসতে চলেছে হুন্ডাই ৷ নতুন বছরের শুরুতেই হুন্ডাই নিয়ে আসছে গ্রান্ড আই ১০ ! হুন্ডাইয়ের এই নতুন গাড়িতে থাকছে এক ডজনেরও বেশি নতুন সুবিধা !
advertisement

কী কী রয়েছে এই নতুন হুন্ডাইয়ের গাড়িতে ? হুন্ডাইয়ের এই নতুন গাড়িতে রয়েছে bolder-looking hexagonal grille with integrated LED DRLs, রয়েছে ১৪ ইঞ্চির অ্যালোয়ের তৈরি চাকা ৷ তবে হ্যাশব্যাকের ক্ষেত্রে নতুন কোনও পরিবর্তন আনছে না হুন্ডাই ৷ থাকছে একেবারে নতুন ডিজাইনের দরজা ৷

গাড়ির ক্যাবিনের ক্ষেত্রে একেবারেই নতুনত্ব নিয়ে আসছে হুন্ডাই গ্র্যান্ড আই ১০ ৷ মিড ইউনিট থেকে গাড়ির ভিতর আলোর ক্ষেত্রেও নতুন পরিবর্তন আনছে হুন্ডাই ৷ শুধু তাই নয়, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল ও টাচস্ক্রিন ইনফরমেশন সিস্টেমও থাকছে হুন্ডাইয়ের এই নতুন গাড়িতে ৷ হুন্ডাইয়ের এই নতুন গাড়িতে থাকছে 5-speed manual gearbox ৷ যা কিনা পেট্রোল ও ডিজেল দুটোর জন্যই একেবারেই ঠিকঠাক ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নতুন বছরের শুরুতে বাজারে আসতে চলা হুন্ডাইয় গ্র্যান্ড ১০-এর দাম ৫ থেকে ৭ লাখ টাকা পড়বে ৷

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
নতুন বছরেই বাজারে আসছে হুন্ডাই গ্র্যান্ড আই ১০ !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল