আরও পড়ুনঃ ঘুরতে-ঘুরতে পড়ে গেল চাঁদের গর্তে! তড়িঘড়ি নির্দেশ ইসরো-র, ‘বকা’ খেয়েই স্বপথে প্রজ্ঞান
এমন পরিস্থিতিতে এখানে আমরা Jio এবং Airtel-এর সেই রিচার্জ প্ল্যানগুলি সম্পর্কে বলতে যাচ্ছি, যেখানে গ্রাহকরা বিনামূল্যে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। এর সঙ্গে ডেটা এবং কলিংয়ের সুবিধাও পাওয়া যাবে।
Jio-এর এই প্ল্যানগুলির সঙ্গে বিনামূল্যে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে –
advertisement
১০৯৯ টাকার প্ল্যান –
Jio-এর এই প্ল্যানটি ৮৪ দিনের বৈধতার সঙ্গে আসে এবং ২ জিবি দৈনিক ডেটা, সীমাহীন ভয়েস কল এবং মোবাইলে বিনামূল্যে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন অফার করে।
১৪৯৯ টাকার প্রিপেড প্ল্যান –
Jio-এর এই প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন ৩ জিবি ডেটা, সীমাহীন ভয়েস কল এবং Netflix Basic-এ বিনামূল্যে সাবস্ক্রিপশন দেওয়া হয়। যার মেয়াদ ৮৪ দিনের।
৬৯৯ টাকার প্ল্যান –
এই প্ল্যানে গ্রাহকদের প্রতি মাসে ১০০ জিবি ডেটা, ৩টি ফ্যামিলি সিমের জন্য ৫ জিবি অতিরিক্ত ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ১০০ SMS প্রতিদিন দেওয়া হয়। এছাড়াও, অ্যামাজন প্রাইম ভিডিও এবং জিও অ্যাপগুলিতে বিনামূল্যে অ্যাক্সেস দেওয়া হয়েছে।
১৪৯৯ টাকার প্ল্যান –
এই প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন ৩০০ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ১০০SMS দেওয়া হয়। এর সঙ্গে নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইমে বিনামূল্যে অ্যাক্সেস দেওয়া হয়েছে। কিছু শহরে আন্তর্জাতিক রোমিং সুবিধাও দেওয়া হয়। তবে এতে ফ্যামিলি প্ল্যান বা অতিরিক্ত সিম কার্ড দেওয়া হয় না।
Airtel এর এই প্ল্যানগুলির সঙ্গে বিনামূল্যে নেটফ্লিক্স সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে –
১১৯৯ টাকার পোস্টপেড প্ল্যান –
এই প্ল্যানে গ্রাহকদের ১৫০ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ১০০ SMS দেওয়া হয়। এর সঙ্গে নেটফ্লিক্স বেসিক, অ্যামাজন প্রাইম ভিডিও এবং ডিজনি প্লাস হটস্টার মোবাইলের অ্যাক্সেসও দেওয়া হয়েছে।
১৪৯৯ টাকার পোস্টপেড প্ল্যান –
Airtel-এর এই প্ল্যানে গ্রাহকদের ২০০ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কল, ১০০ SMS দৈনিক এবং নেটফ্লিক্স বেসিক, অ্যামাজন প্রাইম ভিডিও এবং ডিজনি প্লাস হটস্টার মোবাইলের অ্যাক্সেসও দেওয়া হয়েছে।