নতুন ফিচার্স
NaMo app-এর নতুন ভার্সনে আপনি অনেক নতুন ফিচার্স দেখতে পাবেন। এখনে আপনি প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছাও দিতে পারবেন। এই অ্যাপে দেখতে পারবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবনের যাত্রা এবং সেই সঙ্গে দেখতে পারবেন ভারতীয় জনতা পার্টির আয়োজন করা বিভিন্ন অনুষ্ঠান, কর্মসূচী প্রভৃতি। নতুন আপডেটের সাহায্য ইউজাররা নামো অ্যাপটিকে আরও সহজেই ব্যবহার করতে পারবে।
advertisement
নতুন ফিচার্সে আপনি পেয়ে যাবেন ফাস্ট আর ওয়ান টাচ ন্যাভিগেশন, নতুন কনটেন্ট সেকশন 'NaMo Exclusives'। ব্যবহারকারীরা নিজেদের পছন্দ মতো সব বিভাগ দেখতে পারবেন অ্যাপটিতে। এতে আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় গল্প, যা প্রতিদিন সেরা মাল্টিমিডিয়া সামগ্রী হাইলাইট করবে। এই অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যাই সর্বোচ্চ যে কোনো রাজনৈতিক দলের থেকে।
এই অ্যাপ সম্পর্কে প্রধানমন্ত্রী মোদি নিজেই ট্যুইট করেছেন। এই অ্যাপের ব্যবহারকারীরা সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফ থেকে মেসেজও পাবেন।