TRENDING:

Technology News: বাজারে নতুন স্মার্টফোন লঞ্চ করল Motorola! দাম সাধ্যের মধ্যে, ফিচার কী কী

Last Updated:

Technology News: বছরের পর বছর ধরে গ্রাহকদের জন্য আকর্ষণীয় দামে দুর্দান্ত ডিজাইনের স্মার্টফোন নিয়ে আসছে Motorola। সেই তালিকায় যুক্ত হল Edge 50 Fusion।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতের বাজারে নতুন স্মার্টফোন লঞ্চ করল Motorola। মডেলের নাম ‘Motorola Edge 50 Fusion’। বছরের পর বছর ধরে গ্রাহকদের জন্য আকর্ষণীয় দামে দুর্দান্ত ডিজাইনের স্মার্টফোন নিয়ে আসছে Motorola। সেই তালিকায় যুক্ত হল Edge 50 Fusion। এর দাম ২০,৯৯৯ টাকা থেকে শুরু।
advertisement

লঞ্চের আগেই ফোনের বেশ কিছু বিবরণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল। যেমন Moto Edge 50 Fusion-এ দেওয়া হয়েছে Snapdragon 7s Gen 2 প্রসেসর। সঙ্গে রয়েছে স্লিক ডিজাইন। লঞ্চ অনুষ্ঠানে Motorola ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর টিএম নরসিংহম বলেন, “আমরা Moto Edge 50 Fusion লঞ্চ করতে পেরে রোমাঞ্চিত। এই মডেল গ্রাহকদের অত্যাধুনিক প্রযুক্তির অনন্য অভিজ্ঞতা দেবে”।

advertisement

সঙ্গে তিনি যোগ করেন, “Moto Edge 50 Fusion-এ আমরা মূলত দুর্দান্ত ডিজাইন এবং ক্যামেরার উপর ফোকাস করেছি। এই মডেল ইউজারদের প্রত্যাশাকে ছাপিয়ে বলে বলে আত্মবিশ্বাসী আমরা। ভবিষ্যতের মোবাইল প্রযুক্তির নয়া রূপে অবদান রাখার পাশাপাশি গ্রাহকের মনেও স্থায়ী ছাপ রেখে যাবে”।

আরও পড়ুন: ডাউনলোড ফিচার সরিয়ে দিচ্ছে Netflix! নামিয়ে রাখতে পারবেন না পছন্দের শো? কী করবেন

advertisement

আরও পড়ুন: সিলিং ফ্যান কোন উচ্চতায় ব্যবহার করলে ঘর হবে বরফের মতো ঠান্ডা! আসল কায়দা চমকে দেবে

Motorola Edge 50 Fusion আপাতত তিনটি রঙে পাওয়া যাচ্ছে – মার্শমেলো ব্লু ভেগান লেদার ফিনিশ, হট পিঙ্ক ইন ভেগান সোয়েড ফিনিশ এবং ফরেস্ট ব্লু ইন পিএমএমএ (অ্যাক্রাইলিক গ্লাস) ফিনিশ। ২২ মে দুপুর থেকে ফ্লিপকার্ট, মোটোরোলা ওয়েবসাইট, রিলায়েন্স ডিজিটাল-সহ খুচরো দোকানগুলোতে পাওয়া যাবে বলে জানা গিয়েছে। Moto Edge 50 Fusion দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, 8GB+128GB এবং 12GB+256GB। ফোনের ওজন মাত্র ১৭৫ গ্রাম। এই ক্যাটাগরির সবচেয়ে হালকা ফোন এটাই। পাশাপাশি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

8GB+128GB ভ্যারিয়েন্টের দাম পড়ছে ২২,৯৯৯ টাকা। তবে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে ২ হাজার টাকার ছাড় মিলবে। অর্থাৎ ২০,৯৯৯ টাকাতেই এই ফোন হাতে পাবেন গ্রাহক। এছাড়া ফ্লিপকার্ট থেকে কিনলে পুরনো ফোনের বদলে ২ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস মিলবে। পাশাপাশি 12 GB + 256 GB ভ্যারিয়েন্টের দাম পড়বে ২৪,৯৯৯ টাকা। কিন্তু গ্রাহক যদি বিশেষ অফারগুলির সুবিধা নেন তবে ২২,৯৯৯ টাকাতেই পেয়ে যাবেন এই ফোন।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Technology News: বাজারে নতুন স্মার্টফোন লঞ্চ করল Motorola! দাম সাধ্যের মধ্যে, ফিচার কী কী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল