TRENDING:

Motorola-র আবার ধামাকা! আগের মডেল সুপারহিট, এবার বাজারে এল নতুন ফোন

Last Updated:

নতুন এই স্মার্টফোন MediaTek Dimensity চিপসেট দ্বারা চালিত। এতে রয়েছে হাই রিফ্রেশ রেট-সহ একটি OLED ডিসপ্লে এবং বেশ কিছু Moto AI ফিচার-সহ Android 15 আউট অফ দ্য বক্স। এছাড়া Edge 60-তে রয়েছে ট্রিপল ক্যামেরা সিস্টেম এবং ফাস্ট-চার্জিং ব্যাটারি। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভারতের বাজারে আত্মপ্রকাশ করল Motorola Edge 60। এই ব্র্যান্ডের Edge 60 সিরিজের লেটেস্ট ভার্সন এটি। নতুন এই স্মার্টফোনটি MediaTek Dimensity চিপসেট দ্বারা চালিত। এতে রয়েছে হাই রিফ্রেশ রেট-সহ একটি OLED ডিসপ্লে এবং বেশ কিছু Moto AI ফিচার-সহ Android 15 আউট অফ দ্য বক্স। এছাড়া Edge 60-তে রয়েছে ট্রিপল ক্যামেরা সিস্টেম এবং ফাস্ট-চার্জিং ব্যাটারি।
News18
News18
advertisement

ভারতে Motorola Edge 60-র মূল্য:

Motorola Edge 60-র 12GB RAM এবং 256GB স্টোরেজের সিঙ্গেল ভ্যারিয়েন্টেের দাম মাত্র ২৫৯৯৯ টাকা। ভারতে আগামী ১৭ জুন ২০২৫ তারিখে সেল শুরু হচ্ছে নতুন এই Motorola ফোনের।

Motorola Edge 60-র স্পেসিফিকেশন:

Motorola Edge 60 স্মার্টফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চি 10-bit p-OLED ডিসপ্লে। সেই সঙ্গে মিলবে 1.5K রেজোলিউশন, ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট এবং ৪৫০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস। স্ক্রিনে রয়েছে Corning Gorilla Glass 7i প্রোটেকশন। এই রেঞ্জে যেটা স্ট্যান্ডার্ড। আর এই ডিভাইসটি MediaTek Dimensity 7400 চিপসেট দ্বারা চালিত। সঙ্গে মিলবে 12GB RAM এবং 256GB স্টোরেজ। যা 1TB পর্যন্ত এক্সপ্যান্ডেবল।

advertisement

আরও পড়ুন- আগুনের মতো গরম হয়ে যাচ্ছে ব‍্যাটারি! Google Pixel 6a সতর্ক করল গুগল

স্টক-লাইক ইন্টারফেস-সহ Android 15 ভিত্তিক ভার্সন, 3 OS আপগ্রেডের প্রতিশ্রুতি এবং ৪ বছরের সিকিউরিটি আপডেট প্রদান করছে Motorola। এই ফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা সিস্টেম। আর এই সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত OIS-সহ একটি ৫০ মেগাপিক্সেল মেন সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং OIS-সহ একটি ১০ মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স। Motorola Edge 60-তে রয়েছে Dolby Atmos দ্বারা চালিত স্টিরিও স্পিকার এবং মিলিটারি গ্রেড প্রোটেকশন-সহ IP69 রেটিং।

advertisement

Motorola-র এই নতুন ফোনটির ওজন ১৮১ গ্রাম। এর থিকনেস ৮.২৫ এমএম। সেই সঙ্গে Motorola Edge 60-তে আছে ৫৫০০mAh ব্যাটারি। যা প্রস্তুতকারী সংস্থার বান্ডলড অ্যাডাপ্টারের মাধ্যমে ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

২০২৫ সালটা দারুণ ভাবে শুরু হয়েছে Motorola-র। বিগত কয়েক সপ্তাহ ধরে দেশে Edge এবং Razr লাইনআপ-কে রিফ্রেশ করতে চাইছে সংশ্লিষ্ট সংস্থা। Moto Razr 60 হল এই সিরিজের সবথেকে সাশ্রয়ী ভার্সন। এদিকে আবার আউট অফ দ্য বক্স দ্বারা চালিত Android-এর ফ্লিপ ফোনটি আরও মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করছে। নতুন Motorola-র এই ডিভাইসটি MediaTek Dimensity চিপসেট দ্বারা চালিত হয়। এতে রয়েছে একটি বড় মাপের কভার ডিসপ্লে এবং একটি ড্যুয়াল ক্যামেরা সিস্টেম।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Motorola-র আবার ধামাকা! আগের মডেল সুপারহিট, এবার বাজারে এল নতুন ফোন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল