Moto G9 Power এর দাম: ভারতে Moto G9 Power এর দাম ১১,৯৯৯ টাকা। এই দামে গ্রাহকরা পেয়ে যাবেন ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। ফ্লিপকার্ট থেকে কেনা যাবে ফোনটি। ১৫ ডিসেম্বর দুপুর ১২ টা থেকে শুরু হবে সেল। দুরি রঙে পাওয়া যাবে ফোনটি - মেটালিক শেজ ও ইলেকট্রিক ভায়োলেট।
advertisement
Moto G9 Power এর স্পেসিফিকেশন: মোটো জি৯ পাওয়ার-এ রয়েছে ৬.৮ ইঞ্চি এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে। যার পিক্সেল রেজোলিউশন ৭২০ x ১৬৪০, আসপেক্ট রেশিও ২০.৫:৯ এবং রিফ্রেশ রেট ৬০ হার্টজ। ফোনের ভিতরে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর, সঙ্গে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে ৫১২ জিবি পর্যন্ত। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলবে। সিকিউরিটির জন্য ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Moto G9 Power ক্যামেরা: এর ছবি তোলার জন্য ফোন রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যাতে রয়েছে এফ/১.৭৯ অ্যাপারচার-সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, এফ/২.৪ অ্যাপারচার-সহ ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর আর এফ/২.৪ অ্যাপারচার-সহ ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এতে আছে এফ/২.২৫ অ্যাপারচার-সহ ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। পাওয়ারের জন্য রয়েছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি। যা ২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য এতে আছে ইউএসবি টাইপ সি পোর্ট।