প্রযুক্তি আমাদের জীবন কতটা সহজ করেছে তার সাম্প্রতিক প্রমাণ হল ভাইরাল হওয়া একটি ডিডিওটি। সম্প্রতি টুইটারে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বাচ্চা অ্যালেক্সাকে জিজ্ঞেস করে অঙ্ক করছে ৷
বাচ্চাটি অ্যালেক্সাকে জিজ্ঞেস করে পাঁচ থেকে তিন বিয়োগ করলে উত্তর কত হয় ? যথারিতি উত্তয়ে অ্যালেক্সা জানিয়েছে এই প্রশ্নের উত্তটি দুই।
advertisement
কিন্তু ঠিক সেই সময়ে ঘরে এক মহিলা ঢুকে শিশুর এই কীর্তি ধরে ফেলেন।
সম্প্রতি খবরে এসেছিল এক টিয়া পাখি যে অ্যালেক্সা ব্যবহার করে নিজের পছন্দের ফল অ্যামাজন থেকে অর্ডার করেছিল। মুহুর্তে ইন্টারনেটে ভাইরাল হয়েছিল সেই ভিডিও।
advertisement
Location :
First Published :
Dec 31, 2018 7:11 PM IST
