আসলে, অ্যাপল এমন একটি ফিচার নিয়ে কাজ করছে, যেখানে কল রিসিভ না হলে আইফোন স্বয়ংক্রিয়ভাবে কলকারীকে কল করার কারণ জিজ্ঞাসা করবে এবং আইফোনের ডিসপ্লেতে টেক্সট আকারে দেওয়া উত্তর সম্পর্কে তথ্য দেখাবে। এরপর ইউজাররা সেই কল রিসিভ করা প্রয়োজন মনে করলে সেই কল রিসিভ করতে পারবেন। এছাড়াও যদি কলটি একটি বিমা কোম্পানি বা কল সেন্টার থেকে হয় ইউজাররা তা প্রত্যাখ্যান করতে সক্ষম হবেন। এক নজরে দেখে নেওয়া যাক অ্যাপলের নতুন ফিচারের সমস্ত খুঁটিনাটি।
advertisement
আরও পড়ুন: একবার বসালে ফুল চার্জ না দিয়ে ফোন তোলেন না? কাজটা ঠিক হচ্ছে তো?
অ্যাপলের নতুন ফিচার –
অ্যাপল সম্প্রতি তাদের বার্ষিক ডেভেলপার কনফারেন্স WWDC 2023-এর আয়োজন করেছে। এতে কোম্পানি তাদের AR হেডসেট Apple Vision Pro লঞ্চ করেছে, যেটির জন্য অ্যাপলপ্রেমীরা অপেক্ষা করছিলেন। এর সঙ্গে কোম্পানিটি ম্যাকবুক এয়ার প্রো ১৫ ইঞ্চি লঞ্চ করেছে এবং আসন্ন অপারেটিং সিস্টেম iOS 17-এর প্রথম ঝলকও দেখিয়েছে। iOS 17-এ, অ্যাপল একটি লাইভ ভয়েস মেল ফিচার দিয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবে কলকারীকে কল করার কারণ জিজ্ঞাসা করবে এবং এটি ইংরেজিতে অনুবাদ করবে। এছাড়াও এটি ইউজারদের আইফোনের ডিসপ্লেতে দেখাবে।
অ্যাপেলের লাইভ ভয়েসমেল ফিচার –
অ্যাপেল WWDC 2023-এ তার লাইভ ভয়েস মেল ফিচার সম্পর্কে জানিয়েছিল যে, এই ফিচারটি iOS 17-এর সঙ্গে আসবে। আপাতত এই ফিচার লঞ্চের তারিখ জানানো হয়নি। তবে এটি কীভাবে কাজ করে, তা নিশ্চিতভাবে বলা হয়েছে।
আসলে, কেউ ফোন তুলতে অক্ষম হলে লাইভ ভয়েস মেল ফিচার সক্রিয় হবে। এটি কলকারীকে কল করার কারণ জিজ্ঞাসা করবে এবং তার উত্তর অনুবাদ করে ইউজারদের আইফোনের ডিসপ্লেতে ইংরেজিতে দেখাবে। এর পরে সেই আইফোন ইউজার সিদ্ধান্ত নিতে পারবেন যে, যিনি কল করেছেন তাঁকে কী উত্তর দিতে হবে।
লাইভ ভয়েস মেল ফিচার কবে চালু হতে পারে –
অ্যাপলের এই নতুন ফিচারটি iOS ১৭-এর সঙ্গে আসবে। বর্তমানে, ভারতে এই iOS 17 লঞ্চের বিষয়ে কোনও তথ্য শেয়ার করা হয়নি। কিন্তু, ইউরোপে জুলাই ২০২৩-এ লাইভ ভয়েস মেল ফিচার সহ iOS 17 লঞ্চ করা হবে বলে খবর শোনা যাচ্ছে।