প্রিপেড গ্রাহকদের জন্য ১৯৯ টাকায় আনলিমিটেড ভয়েস কলের অফার আনল ভোডাফোন ৷ প্ল্যানটির বৈধতা ২৮ দিন ৷ ১৯৯ টাকা দিয়ে এই প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা যেকোনও লোকাল বা এসটিডি নাম্বারে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন ৷ এছাড়া একইসঙ্গে ২৮দিনে মোট ৪.২ জিবি ডেটা পাবেন গ্রাহকেরা ৷
তবে আনলিমিটেড কলিংয়ের জন্য গ্রাহকদের উপর একটি শর্তও আরোপ করেছে ভোডাফোন ৷ প্রতিদিন শুধুমাত্র ২৫০ মিনিটই সম্পূর্ণ বিনামূল্যে কথা বলতে পারবেন গ্রাহকেরা ৷ তার বেশি কল করলে প্রতি অতিরিক্ত মিনিটের জন্য ৩০ পয়সা চার্জ করা হবে ৷
advertisement
এছাড়া প্রি পেড গ্রাহকদের জন্য ৫০৯ ও ৪৫৮ টাকার দুটি দুর্দান্ত অফারও এনেছে ভোডফোন ৷
Location :
First Published :
November 26, 2017 4:24 PM IST