TRENDING:

দুর্দান্ত ক্যামেরা ও পাওয়ারফুল ব্যাটারি সহ লঞ্চ হল Tecno Camon 17 আর Tecno Camon 17 Pro

Last Updated:

জেনে নিন Tecno Camon 17 আর Tecno Camon 17 Pro- এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Tecno Camon 17 Series: ভারতে লঞ্চ হল Tecno-র Camon 17 সিরিজের দুটি স্মার্টফোন - Tecno Camon 17 আর Tecno Camon 17 Pro। নাম থেকেই বঝা যাচ্ছে যে Camon 17 Pro-এর দাম Camon 17 এর দাম বেশি হবে। টেকনো ক্যামন ১৭ প্রো মডেলে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর, সেখানে টেকনো ক্যামন ১৭ তে থাকবে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। এই দুটি ফোনের বিশেষ আকর্ষণ এর দুর্দান্ত ক্যামেরা ও পাওয়ারফুল ব্যাটারি। জেনে নিন ফোন দুটির স্পেসিফিকেশন ও দাম।
advertisement

ভারতে টেকনো ক্যামন ১৭-এর দাম ১২,৯৯৯ টাকা আর টেকনো ক্যামন ১৭ প্রো মডেলের দাম ১৬,৯৯৯ টাকা। তিনটি রঙে পাওয়া যাবে টেকনো ক্যামন ১৭ - ফ্রস্ট সিলভার, স্প্রুস গ্রিন আর ম্যাগনেট ব্ল্যাক। টেকনো ক্যামন ১৭ প্রো পাওয়া যাবে শুধুমাত্র আর্কটিক ডাউন রঙে। ফোন দু’টি কেবলমাত্র অ্যামাজনে পাওয়া যাবে। Tecno Camon 17 আর Tecno Camon 17 Pro ফোন দুটির বিক্রি শুরু হবে ২৬ জুলাই থেকে।

advertisement

Tecno Camon 17 Pro স্পেসিফিকেশন - টেকনো ক্যামন ১৭তে রয়েছে ৬.৮ ইঞ্চি IPS LCD পাঞ্চ হোল ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ, পিক ব্রাইটনেস ৫০০ নিটস আর টাচ সামপ্লিং রেট ১৮০ হার্টজ। ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর, সঙ্গে ৮ জিবি র‍্যাম আর ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে ২৫৬ জিবি পর্যন্ত। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড HiOS কাস্টম ওএস-এ চলবে।

advertisement

ছবি তোলার জন্য রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেট আপ। তাতে থাকছে - ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর ২টি ২ মেগাপিক্সেল লেন্স। সেলফি আর ভিডিও কলিং এর জন্য রয়েছে ৪৮ সেলফি ক্যামেরা। সিকিউরিটির জন্য ফোন রয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাওয়ারের জন্য থাকছে ৫০০০ এমএএইচ এর ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

advertisement

Tecno Camon 17 স্পেসিফিকেশন - টেকনো ক্যামন ১৭ এ রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬ ইঞ্চি IPS LCD ডিসপ্লে। যার রেজোলিউশন ৭২০X১৬০০ পিক্সেল, পিক ব্রাইটনেস ৪৫০ নিটস। ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, সঙ্গে ৬ জিবি র‌্যাম আর ১২৮ জিবি স্টোরেজ। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড HiOS কাস্টম ওএস-এ চলবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

ছবি তোলার জন্য রয়েছে ট্রিপেল রিয়ার ক্যামেরা সেট আপ। তাতে থাকছে - ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আর । সেলফি আর ভিডিকিউভিজিএ সেন্সর। সেলফি ও ভিডিও কলিং এর জন্য রয়েছে ১৬ সেলফি ক্যামেরা। সিকিউরিটির জন্য ফোন রয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। পাওয়ারের জন্য থাকছে ৫০০০ এমএএইচ এর ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
দুর্দান্ত ক্যামেরা ও পাওয়ারফুল ব্যাটারি সহ লঞ্চ হল Tecno Camon 17 আর Tecno Camon 17 Pro
Open in App
হোম
খবর
ফটো
লোকাল