এই ডিভাইসটি অনলাইন এবং অফলাইন উভয় ভাবেই কিনতে পাওয়া যায়। এর সাহায্যে স্মার্টফোন ব্যবহারকারীরা যে কোনও বাজেটের স্মার্টফোনকে ওয়্যারলেস ভাবে চার্জ করতে পারবেন।
আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!
যেহেতু ওয়্যারলেস চার্জিং ফিচার এখনও শুধুমাত্র প্রিমিয়াম এবং ব্যয়বহুল স্মার্টফোনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের পক্ষে এই ফিচার ব্যবহার করা খুবই কঠিন। কিন্তু কম বাজেটে তা পাওয়া সম্ভব নয়।
advertisement
তাই যে কোনও বাজেটের স্মার্টফোন, তা প্রিমিয়াম হোক বা সাধারণ, তাকে ওয়্যারলেসে রূপান্তর করা খুবই সহজ। ওয়্যারলেস চার্জিং রিসিভার পাওয়া যাচ্ছে নামমাত্র দামে। অনলাইন প্ল্যাটফর্ম অ্যামাজনে এই ডিভাইসটি মিলছে মাত্র ৬৯৯ টাকায়। ব্যবহারকারীরা এটি বিভিন্ন ইউএসবি পোর্ট দিয়ে ব্যবহার করতে পারেন। এর মধ্যে রয়েছে লাইটনিং, টাইপ সি এবং মাইক্রো ইউএসবি। যে কোনও স্মার্টফোনেই কানেক্ট করে ওয়্যারলেস ভাবে তা ব্যবহার করা যায়।
যে কোনও স্মার্টফোনে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধে নিতে হলে সেটি চার্জ করার জন্য আলাদা চার্জারের প্রয়োজন হয়। সাধারণ চার্জার দিয়ে ওয়্যারলেস চার্জ করা যায় না। অ্যামাজনে 15W পাওয়ারযুক্ত এই চার্জারটি পাওয়া যাচ্ছে নামমাত্র দামে। তবে ওয়্যারলেস চার্জিং রিসিভার কেনার সময় এই জিনিসগুলিও মনে রাখা প্রয়োজন- ব্যবহারকারীরা যেন চার্জিং রিসিভার এবং ওয়্যারলেস চার্জার একসঙ্গে কেনেন। এতে দামী স্মার্টফোন ব্যবহার না করেও ওয়্যারলেস চার্জারের সুবিধে পাওয়া সম্ভব।