তা হতে পারে কোনও জলাশয়ে, বা রাস্তার নালায়। এমনকী রান্নাঘরে কাজ করার সময় বা শৌচাগারেও ফোন পড়ে যেতে পারে। কারণ বর্তমান সময়ে সব সময়ই মোবাইল সময়। এক মুহূর্তও আমরা ফোন ছাড়া থাকতে পারি না। কিন্তু প্রায় কোনও মোবাইল নির্মাতা সংস্থাই জলে পড়ে ফোন নষ্ট হয়ে গেলে কোনও ক্ষতিপূরণ দেয় না। এর জন্য কোনও ‘ওয়ারেন্টি’ নেই।
advertisement
তবে মোবাইল আচমকা জলে পড়ে গেলেই আতঙ্কিত হওয়ার কিছু নেই। কয়েকটা জিনিস মাথায় রেখে চলতে হবে। কিছু ভুল একেবারেই করা যাবে না। এক নজরে দেখে নেওয়া যাক কিছু টিপস—
আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!
কী কী করা যাবে না:
১. একেবারেই ভয় পাওয়া চলবে না।
২. জল থেকে তোলার পর ফোনটি উল্টে পাল্টে দেখার দরকার নেই।
৩. কোনও বোতাম টেপাটিপি করা যাবে না। বেশি নাড়াচাড়া করলে ফোনের আরও ক্ষতি হতে পারে।
৪. ফুঁ দিয়ে ফোনটি শুকানোর যাবে না। ফলে তা করার দরকার নেই।
৫. কোনও ভাবেই ফোনটি গরম করা যাবে না। এতে ডিভাইসের অভ্যন্তরীণ অংশে ক্ষতি হতে পারে।
৬. পরবর্তী ২৪ ঘণ্টা ফোনটি ব্যবহার করা ঠিক হবে না।
৭. ফোনের ভেজা ভাব সম্পূর্ণভাবে চলে না যাওয়া পর্যন্ত হেডফোন বা ইউএসবি পোর্ট ব্যবহার করা যাবে না। এতে সার্কিটের ক্ষতি হতে পারে।
কী করতে হবে:
১. জল থেকে তুলে প্রথমেই ফোনটি স্যুইচ অফ করে দিতে হবে।
২. এরপর ফোনের সিম, মেমরি কার্ড এবং ফোনের কভার আলাদা করে ফেলতে হবে।
৩. কোনও কাগজ বা তোয়ালে দিয়ে সব ভাল করে মুছে পরিষ্কার করে ফেলতে হবে। যাতে জল তো বটেই, কোনও ভিজে ভাবও না থাকে।
৪. শুকিয়ে যাওয়ার পরও প্রায় ২৪ ঘণ্টা রেখে দিতে হবে।
৫. তারপর হেয়ার ড্রায়ার, বা রুম হিটারের গরম হাওয়া দিয়ে খানিকটা শুকিয়ে নেওয়া যেতে পারে।