TRENDING:

ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া ছবি পুনরায় ফিরে পাবেন কী ভাবে? জেনে নিন এই সহজ উপায়

Last Updated:

Tech Tips: কিন্তু একটি অ্যাপ ব্যবহার করলে সহজেই আপনি সব ছবি স্টোর করে রাখতে পারবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লোকে যতই বলুক, যাক যা গিয়েছে তা যাক, ছবির ক্ষেত্রে তেমন বলার লোক খুঁজে পাওয়া দূর অস্ত। স্মার্টফোনের দৌলতে ছবির সংখ্যা যতই বাড়ুক না কেন, নিজের তোলা প্রিয়জনের ছবি সবসময় প্রাণের চেয়েও প্রিয়। কথা বলার পাশাপাশি ছবি তোলার জন্য খুব ব্যবহার হচ্ছে স্মার্টফোন। কারণ নতুন নতুন স্মার্টফোন ছবি তোলায় টেক্কা দেয় ক্যামেরাকেও। তাই বেড়াতে গেলে ছবি তোলার জন্য স্মার্টফোনই যথেষ্ট।
advertisement

এক কথায় বলা যায় স্মার্টফোন এখন যেন স্মৃতির অ্যালবাম। কিন্তু অনেক সময় গুরুত্বপূর্ণ ছবিও ভুলবশত মুছে যায়। এমন পরিস্থিতিতে, মাথায় হাত দেওয়া ছাড়া কোনও উপায় থাকে না। তবে একটা কৌশলে স্মার্টফোন থেকে ছবি বা ভিডিও মুছে গেলেও সহজেই পুনরুদ্ধার করা ফেলা যাবে সেগুলো।

আরও পড়ুন - ল্যাপটপ ON থাকা অবস্থাতে হাতে নিয়ে ঘোরাঘুরি করেন? হতে পারে মারাত্মক ক্ষতি

advertisement

Android হোক বা iPhone- মুছে ফেলা ছবি পুনরুদ্ধারে অন্তত গোয়েন্দা ডাকতে হবে না। বেশিরভাগ স্মার্টফোনে নিজস্ব গ্যালারি বা কোনও ফটো অ্যাপ আগে থেকেই থাকে, যাতে ব্যবহারকারীরা ছবি দেখতে পারেন। এছাড়া সিনেমা এবং ভিডিও তাতেই রাখা থাকে আর সময় মতো চলতে থাকে স্মৃতি রোমন্থন। ভুল করে একবার এই গ্যালারি বা ফটো অ্যাপ থেকে ছবি মুছে গেলে, প্রথমে সেগুলো ট্র্যাশ বিন/ফোল্ডারে চলে যায়। এখানে একবার মুছে ফেলা ছবি কিছুদিনের জন্য সংরক্ষণ করা থাকে। কিছুদিনের মধ্যে সেখান থেকে ইউজাররা ফেরত পেতে পারবেন ছবি।

advertisement

ফোনে থাক গুগল ফটো

Google Photos অ্যাপটি এখন সমস্ত অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই পাওয়া যায়। এই অ্যাপের মাধ্যমে ফোনের সমস্ত ছবি সযত্নে রাখা যায়। এর সঙ্গে, ব্যাক আপ করার একটি বিকল্পও রয়েছে। যদি ফোন থেকে কোনও গুরুত্বপূর্ণ ছবি ভুলবশত মুছে যায়, তাহলে ইউজার গুগল ফটো অ্যাপের সাহায্যে সেই ছবিকে আবার ফিরিয়ে আনতে পারবেন ফোনে। এর জন্য, ফোনের সমস্ত ছবি গুগল ফটো অ্যাপের সঙ্গে আগেই সিঙ্ক করে রাখতে হবে। এছাড়া, গুগল ফটোতে আগে থেকেই ব্যাকআপ চালু করে রাখতে হবে।

advertisement

কীভাবে করা যাবে ছবি পুনরুদ্ধার:

  • প্রথমে স্মার্টফোনে গুগল ফটো খুলতে হবে।

  • তারপরে নিচের নেভিগেশন বার থেকে লাইব্রেরি ট্যাবটি নির্বাচন করতে হবে।

  • উপরের দিকে চারটি অপশন দেখা যাবে, সেখান থেকে বিন (Bin) সিলেক্ট করতে হবে।
  • advertisement

  • এখন মুছে ফেলা ছবিগুলি পুনরুদ্ধার করতে পারা যাবে। শুধু মনে রাখতে হবে যে, মুছে ফেলার ৬০ দিনের মধ্যেই শুধু পুনরুদ্ধার করা যেতে পারে ছবি।

আরও পড়ুন - ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করার দিন শেষ, পুরনো মেসেজ চোখের নিমেষে খুঁজে দেবে WhatsApp-এর নয়া ফিচার

মেমোরি কার্ড থেকে মুছে ফেলা ছবি বা তথ্য় পুনরুদ্ধার

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

যদি ফোন বা মেমোরি কার্ড থেকে কোনও ছবি মুছে ফেলা হয়, সহজেই এটি ফিরে পাওয়া যাবে। এর জন্য প্রথমে কার্ড রিডারের সাহায্যে ল্যাপটপ বা কম্পিউটার সিস্টেমে মেমোরি কার্ড লাগাতে হবে। এর পরে যে কোনও রিকভারি সফটওয়্যারের সাহায্যে ফেরত পাওয়া যাবে ছবি বা তথ্য়।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া ছবি পুনরায় ফিরে পাবেন কী ভাবে? জেনে নিন এই সহজ উপায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল