Realme 10 Pro সিরিজ -
জানা গিয়েছে যে, Realme 10 Pro সিরিজ ভারতে ৮ ডিসেম্বর দুপুর ১২.৩০ টায় লঞ্চ করা হবে। Realme 10 Pro সিরিজের দুটি স্মার্টফোন লঞ্চ করা হতে চলেছে। এর মধ্যে রয়েছে Realme 10 Pro এবং Realme 10 Pro+। Realme 10 Pro সিরিজে ব্যবহার করা হতে পারে কার্ভড ডিসপ্লে। কোম্পানির তরফে জানানো হয়েছে যে, এই সেগমেন্টের সেরা কার্ভড ডিসপ্লে ব্যবহার করা হবে এই সিরিজের ফোনে।
advertisement
আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!
এই সিরিজের টপ মডেল Realme 10 Pro+ 5G ফোনে ১২০ এইচজেড কার্ভড ভিশন ডিসপ্লে ব্যবহার করা হতে পারে। এই ফোনে ব্যবহার করা হতে পারে Qualcomm Snapdragon 695 5G প্রসেসর। Realme 10 Pro ফোনে ব্যবহার করা হতে পারে ১২০ এইচজেড রিফ্রেশ রেট সহ একটি ৬.৭২ ইঞ্চির আইপিএস এলসিডি (IPS LCD) স্ক্রিন।
Redmi Note 12 -
এই সিরিজটি ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়েছে। এই সিরিজে Redmi Note 12, Note 12 Pro এবং Note 12 Plus ফোন লঞ্চ করা হয়েছে। এই সিরিজের সবকটি ফোন ৫জি সাপোর্ট যুক্ত। Redmi Note 12 5G ফোনে ব্যবহার করা হয়েছে একটি ৬.৬৭ ইঞ্চির ফুল এইচজেড ডিসপ্লে।
আরও পড়ুন - ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন
এই ফোনে ব্যবহার করা হয়েছে ১২০ এইচজেড রিফ্রেশ রেট এবং ২৪০ এইচজেড-এর টাচ স্যাম্পলিং রেট । এই ফোনে ব্যবহার করা হয়েছে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। Redmi Note 12 5G ফোনে ব্যবহার করা হয়েছে Snapdragon 4 Gen 1 প্রসেসর।
iOoo 11 -
এই ফোনের সিরিজ ৮ ডিসেম্বর লঞ্চ করা হবে বলে জানা গিয়েছে। iQOO 11 এবং iQOO 11 Pro নেক্সট-জেনারেশন ফ্ল্যাগশিপ ফোনে ব্যবহার করা হতে পারে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট, যা সম্প্রতি কোয়ালকম সামিটে চালু করা হয়। কোম্পানি প্রো মডেলে ব্যবহার করতে পারে ৪,৭০০ এমএএইচ, যা ২০০ ডব্লু দ্রুত চার্জিং সাপোর্ট যুক্ত। অন্য দিকে, ভ্যানিলা iQOO 11 ফোনে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ডবলু দ্রুত চার্জিং সাপোর্ট৷ দুটি ফোনেই ব্যবহার করা হতে পারে ২কে রেজোলিউশন, ১৮০০ নিটস পিক ব্রাইটনেস এবং ৬.৭৮ ইঞ্চির ১৪৪ এইচজেড রিফ্রেশ রেট প্যানেল।