TikTok-এ এই চ্যালেঞ্জে এখনও পর্যন্ত বিশেষ বহু মানুষ মাথায় মারাত্মক ভাবে জখম হয়েছেন৷ গেমটির নাম 'Skull-breaker'৷ কী ভাবে মাথা ঠুকে ভেঙে দেওয়ার মারণ খেলা! খেলাটিতে ৩ জন থাকতেই হবে। ৩ জনই লাফাতে শুরু করবে। তারপর আচমকা মাঝে যে রয়েছে লাফানোর সময় তার শূন্যে থাকা ২টি পায়ে পদাঘাত করবে ২ পাশের ২ জন। এর ফলে সে আর লাফিয়ে মাটিতে পা রাখতে পারবে না। আছড়ে পড়বে মেঝেতে। মাথার খুলি ভেঙে যাওয়ার খেলা! প্রাণঘাতীও হতে পারে।
advertisement
ঠিক কী রকম চ্যালেঞ্জ এই skull-breaker?
এই মুহূর্তে ট্রেন্ডিং এই স্কাল ব্রেকার চ্যালেঞ্জ৷ মূলত TikTok-এই চলছে এই মারণ গেম৷ প্রথমে দুটি ব্যক্তি শূন্য লাফাবে৷ তারা মাটিতে পড়লেই, তৃতীয় ব্যক্তি একই ভাবে লাফাবে৷ তৃতীয় ব্যক্তি যখন লাফাবে, বাকি দু জন ওই ব্যক্তির পায়ে লাথি মারবে৷ গোটা ঘটনাটি ঘটবে শূন্যেই৷ উল্টে পড়বে ওই ব্যক্তি৷ লাগবে মাথায়৷ অর্থাত্, মাথা ভাঙার চ্যালেঞ্জ!
বিশেষ করে টিনেজারদের মধ্যে এই গেম খুব জনপ্রিয় হয়ে গিয়েছে৷ ফলে মা-বাবাদের কপালে চিন্তার ভাঁজ৷ এই মারণ গেমের প্রথম ভিডিওটি তৈরি করা হয় ভেনেজুয়েলার একটি স্কুলে৷
