Samsung Galaxy M53 5G ফোনের দাম -
Samsung Galaxy M53 5G ফোনের দাম ভারতে কত হবে সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। Samsung-এর তরফেও কিছু বলা হয়নি যে, ভারতে Samsung Galaxy M53 5G ফোনের দাম কত হতে পারে। কিন্তু, আগের বছর ভারতে লঞ্চ করা হয়েছিল Samsung Galaxy M52 5G ফোন। এই ফোনের ৬জিবি র্যা ম এবং ১২৮জিবি স্টোরেজ মডেলের দাম ছিল ২৯,৯৯৯ টাকা। Samsung Galaxy M52 5G ফোনের ৮জিবি র্যাগম এবং ১২৮জিবি স্টোরেজ মডেলের দাম ছিল প্রায় ৩১,৯৯৯ টাকা। সুতরাং ভারতে Samsung Galaxy M53 5G ফোনের দাম এর থেকে কিছুটা হলেও বেশি হবে বলেই মনে করা হচ্ছে। ভারতে Samsung Galaxy M53 5G ফোনের ৬জিবি র্যােম এবং ১২৮জিবি স্টোরেজর মডেলে লঞ্চ করা হতে পারে। এ ছাড়াও অন্যান্য মডেলও লঞ্চ করা হতে পারে।
advertisement
আর পড়ুন - ট্যুইটার অ্যাকাউন্ট নিয়ে বিব্রত? অ্যাকাউন্ট Deactivate করতে চান ? জেনে নিন উপায়
আর পড়ুন - Google Pay-তে কিছুতেই লেনদেন করতে পারছেন না! দেখে নিন সমাধানের সহজ উপায়
Samsung Galaxy M53 5G ফোনের ফিচার -
Samsung Galaxy M53 5G ফোনে রয়েছে One UI 4.1-সহ Android 12 অপারেটিং সিস্টেম, ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস (1080X2400 pixel) Infinty-O সুপার AMOLED+ ডিসপ্লে, ১২০Hz পিক রিফ্রেশ রেট। Samsung Galaxy M53 5G ফোনে রয়েছে ১০৮০×২৪০০ পিক্সেল রেজোলিউশন, অক্টা-কোর SoC, এবং কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। ক্যামেরার মধ্যে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার থাকছে। এ ছাড়াও Samsung Galaxy M53 5G ফোনে রয়েছে সেলফি তোলার জন্য ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। মাইক্রো এসডি কার্ড স্লট থাকছে এই ফোনে যা ১টিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে।