TRENDING:

এক ধাক্কায় সস্তা হচ্ছে Redmi-র মোবাইল! দেখে নিন কোন ফোন পাওয়া যাবে কত দামে

Last Updated:

Redmi Note 12 লঞ্চের রাস্তা পরিষ্কার করছেই বলা চলে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নতুন বছর শুরুর আগেই দাম কমে গেল Redmi Note 11 সিরিজের। ভারতে এই দাম কমানো হয়েছে Redmi Note 11 এবং Redmi Note 11S মডেলের উপর। এই মডেলের বর্তমান মূল্যের উপর ৫০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে বলে জানা গিয়েছে। Redmi এ বছরের শুরুতে এই ফোন দুটি লঞ্চ করেছিল ভারতীয় বাজারে। সাধারণত, এই রকম দাম কমানোর ঘটনা তখনই ঘটে যখন কোনও সংস্থা নতুন মডেল লঞ্চ করার কথা ভাবে।
advertisement

মনে করা হচ্ছে Xiaomi-র সম্ভারে নতুন Redmi Note 12 সিরিজ আসতে চলেছে। সম্ভবত সে কারণেই Xiaomi ভারতে পুরনো মডেলগুলির দামে পরিবর্তন আনার কথা ভাবছে। অর্থাৎ Redmi Note 12 লঞ্চের রাস্তা পরিষ্কার করছেই বলা চলে।

আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!

advertisement

REDMI NOTE 11 এবং REDMI NOTE 11S ভারতে নতুন দাম—

Redmi Note 11 এবং Redmi Note 11S-এর তিনটি মডেল রয়েছে। এদের ৬ জিবি এবং ৮ জিবি র্যা ম রয়েছে।

আরও পড়ুন - ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন

নতুন দাম কত হচ্ছে তার তালিকা রইল নিচে—

advertisement

Redmi Note 11 –এর ৪জিবি + ৬৪জিবি মডেলের দাম ১২,৯৯৯ টাকা (আগে ছিল ১৩,৪৯৯ টাকা)

Redmi Note 11 -এর ৬জিবি + ৬৪জিবি মডেলের দাম ১৩,৪৯৯ টাকা (আগে ছিল ১৩,৯৯৯ টাকা)

Redmi Note 11 –এর ৬জিবি+ ১২৮জিবি মডেলের দাম ১৪,৪৯৯ টাকা (আগে ছিল ১৪,৯৯৯ টাকা)

Redmi Note 11S –এর ৬জিবি + ৬৪জিবি মডেলের দাম ১৫,৯৯৯ টাকা (আগে ছিল ১৬,৪৯৯ টাকা)

advertisement

Redmi Note 11S –এর ৬জিবি + ১২৮জিবি মডেলের দাম ১৫,৯৯৯ টাকা (আগে ছিল ১৭,৪৯৯ টাকা)

Redmi Note 11S –এর ৮জিবি + ১২৮জিবি মডেলের দাম ১৬,৯৯৯ টাকা (আগে ছিল ১৮,৪৯৯ টাকা)

REDMI NOTE 11 সিরিজের ফিচার—

Redmi Note 11 সিরিজের ফোন দুটিতেই রয়েছে ৯০এইচজেড রিফ্রেশ রেট AMOLED ডিসপ্লে-সহ একটি ৬.৪৩-ইঞ্চি স্ক্রিন। Redmi-এর সাফল্যের অন্যতম কারণ হল এর বাজেট সেগমেন্টে EVOL ডিজাইন এবং অসাধারণ বিল্ড কোয়ালিটি। Redmi Note 11 স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট দ্বারা চালিত। Note 11S অবশ্য মিডিয়াটেক হেলিও জি৯৬ এসওসি দ্বারা চালিত। ফোন দু’টিই ৬ এবং ৮ জিবি র্যা ম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ-সহ পাওয়া যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

এই ফোনগুলির ক্যামেরায় অবশ্য বড় ফারাক রয়েছে। Note 11-এ পাওয়া যায় ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, Note 11S-এ সেটাই ১০৮ মেগাপিক্সেল। তবে দু’টি ফোনেই রয়েচে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে যা ফোনোর সঙ্গে পাওয়া ৩৩ডব্লিউ চার্জারের মাধ্যমে রিচার্জ করা যায়।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
এক ধাক্কায় সস্তা হচ্ছে Redmi-র মোবাইল! দেখে নিন কোন ফোন পাওয়া যাবে কত দামে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল