TRENDING:

বাজারে এল Redmi-র কিলার ফ্ল্যাগশিপ স্মার্টফোন, জেনে নিন ফিচার্স

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সব জল্পনা-কল্পনার আবসান ঘটিয়ে অবশেষে লঞ্চ হল Redmi K20 আর Redmi K20 Pro। মঙ্গলবার বেজিং-এর এক ইভেন্টে লঞ্চ হল এই দুটি স্মার্টফোন। এই স্মার্টফোনটি আগে টিজ করেছিলেন Xiaomi VP আর Xiaomi India-র হেড মানু কুমার জৈন। আর তখন থেকেই বেশ কিছু ছবি সামনে এসেছিল। এবার আমরা জানি কেমন দেখতে Xiaomi-র ফ্ল্যাগশিপ স্মার্টফোন।
advertisement

এই ফোনে রয়েছে 6.39 ইঞ্চি AMOLED FHD+ ডিসপ্লে। সাথে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 855 প্রসেসর সাথে রয়েছে 8GB RAM আর 256GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Redmi K20 Pro ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল Sony IMX586 সেন্সার, f/1.75 লেন্স সাথে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়্যাইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর একটি 8 মেগাপিক্সেল সুটার, f/2.4 লেন্স। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 20 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা। Redmi K20 Pro ফোনে রয়েছে একটি 4,000 mAh ব্যাটারি। সাথে রয়েছে 27W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটর জন্য রয়েছে Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS, NFC। USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক।

advertisement

অন্যদিকে K20 ফোন Redmi K20 Pro-এর লাইট ভার্শন। Redmi K20 ফোনে Redmi K20 Pro ফোনের ডিজাইন ও একই ফিচার রয়েছে। শুধুমাত্র Redmi K20 ফোনে থাকছে Snapdragon 730 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

তিনটি রঙে পাওয়া যাবে Redmi K20 Pro আর দুটি রঙে পাওয়া যাবে Redmi K20। Redmi K20 Pro এর দাম শুরু হচ্ছে 2,499 ইউয়ান (প্রায় 25,500 টাকা) থেকে। এই ফোনে থাকবে 6GB + 64GB। 6GB + 128GB ভেরিয়েন্টের দাম 2,599 ইউয়ান (প্রায় 26,500 টাকা)। আর টপ ভেরিয়েন্টের দাম 2,999 ইউয়ান (প্রায় 30,500 টাকা)। অন্যদিকে Redmi K20 ফোনের দাম শুরু হচ্ছে 1,999 ইউয়ান (প্রায় 20,200 টাকা) থেকে। একাধিক মেমোরি ও স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই দুই স্মার্টফোন।ভারতে কবে এই প্রোডাক্ট লঞ্চ হবে জানা যায়নি।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
বাজারে এল Redmi-র কিলার ফ্ল্যাগশিপ স্মার্টফোন, জেনে নিন ফিচার্স