TRENDING:

অবিশ্বাস্য দামে ৮ জিবি RAM, ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ফোন! আজই কিনে ফেলুন

Last Updated:

Realme C55 সম্প্রতি লঞ্চ করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে সেটি প্রথমবার বাজারে পাওয়া যাচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
স্মার্টফোনের নানা ফিচার নিয়ে ভাবনাচিন্তা করে তবেই দোকানে যাওয়া ভাল। এই সব ফিচারের মধ্যে অন্যতম অবশ্যই স্টোরেজ। আসলে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বাড়ছে অ্যাপ ব্যবহারের প্রয়োজন, সঙ্গে রয়েছে ছবি, ভিডিও বা অন্য নথি, যা একটা বড় অংশের স্টোরেজ জুড়ে থাকে।
advertisement

এই অবস্থায় যদি নতুন ফোন কেনার কথা ভেবে থাকেন, যেখানে কম দামে অনেকটা RAM পাওয়া যাবে, সেই সঙ্গে থাকবে ভাল ব্যাটারি— তাহলে Realme C55 বেছে নেওয়া যেতেই পারে। ফোনটির প্রথম সেল শুরু হচ্ছে ২৮ মার্চ।

Realme C55 সম্প্রতি লঞ্চ করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে সেটি প্রথমবার বাজারে পাওয়া যাচ্ছে। জানা গিয়েছে, বিক্রি শুরু হয়েছে দুপুর ১২টায়। দেখে নেওয়া যাক কী কী সুবিধা পাওয়া যাবে এতে—

advertisement

আরও পড়ুন: চলতে চলতে ফ্যানের স্পিড কমে গিয়েছে? নতুন এর মতো ঝড়ের গতির জন্য করুন এই কাজ

এই ফোনটিতে রয়েছে ৮জিবি পর্যন্ত RAM এবং ১২৮জিবি পর্যন্ত স্টোরেজ। তবে এর সব থেকে বড় আকর্ষণের জায়গা হল এর ক্যামেরা। এতে রয়েছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা। প্রাথমিক ভাবে ১০,৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে এই ফোন। তবে যদি কেউ HDFC ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে কিনতে চান তাহলে তাঁকে ১০০০ টাকার ছাড় দেওয়া হবে।

advertisement

আসলে Realme C55-এর ৪জিবি + ৬৪জিবি ভেরিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা, ৬জিবি + ৬৪জিবি ভেরিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা এবং ৮জিবি + ১২৮জিবি ভেরিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা।

আরও পড়ুন - দেওয়াল থেকে কতটা দূরে রাখতে হয় ফ্রিজ? ৯৯% মানুষ সঠিক তথ্য জানেন না

এই ফোনে রয়েছে একটি ৬.৭২-ইঞ্চি ফুল-HD + LCD ডিসপ্লে এবং ৯০Hz রিফ্রেশ রেট ও ১৮০Hz টাচ স্যাম্পলিং রেট। MediaTek Helio G88 প্রসেসরে চালিত এই ফোনটির মেমোরি ১ টিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। Android 13 ভিত্তিক Realme UI 4.0 প্রযুক্তিতে চলে এই ফোনটি।

advertisement

Realme C55-এর পিছনে একটি ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি তোলার জন্য ফোনটিতে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

৫,০০০mAh ব্যাটারি রয়েছে, যা 33W SuperVOOC চার্জিং সাপোর্ট করে। 4G/LTE, Wi-Fi, Bluetooth 5.2, GPS কানেক্টিভিটি-সহ এই ফোনটিতে রয়েছে একটি USB Type-C পোর্ট। ফোনের পাশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Realme C55-এর ৭.৮৯ মিলিমিটার মোটা এবং এর ওজন ১৮৯.৫ গ্রাম।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
অবিশ্বাস্য দামে ৮ জিবি RAM, ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ফোন! আজই কিনে ফেলুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল