তবে পাবজির তরফ থেকে হতাশ করা হয়নি প্লেয়ারদের ৷ তাই বাজারে আসছে নতুন PUBG Lite৷ যা কিনা আগের পাবজি থেকে অনেকটাই হালকা গ্রাফিক্সের দিক থেকে ৷ আর সেই PUBG Lite -এর সঙ্গেই এবার গাঁটছড়া বেঁধে ফেলল Jio ৷ জিও-র হাত ধরেই ভারতের বাজারে পা রাখতে চলেছে PUBG Lite ৷
আর এই গাঁটছড়ার ফলে জিও ব্যবহারকারীরা PUBG Lite-এ পাবেন দারুণ উপহার ৷ তা কীভাবে ডাউনলোড করবেন? কীভাবে পাবেন এই উপহার?
advertisement
তার জন্য লগইন করতে হবে https://gamesarena.jio.com ৷
সেখানেই থাকবে একটি ফর্ম ৷ যেখানে ইমেল দিয়ে রেজিস্টার করতে হবে ৷ সেই মেলেই পৌঁছে যাবে একটি বিশেষ কোড ৷ খেলা শুরুর আগে সেই কোড দিলেই ব্যবহারকারী পেয়ে যাবেন বিশেষ উপহার ৷
PUBG Lite- ডাউনলোড করুন ৷ তারপর এবার Jio-এর সঙ্গে PUBG Lite ! জিওতে রেজিস্টার করলেই দারুণ উপহার করার পর মেনু স্টোরে গিয়ে বোনাস বা গিফট কোডে ক্লিক করে সেখানেই কোডটি বসালেই পেয়ে যাবেন বিশেষ উপহার ৷
