TRENDING:

আজ স্পেশাল লিমিটেড সেলে পাওয়া যাবে OnePlus 8, জেনে নিন দাম আর অফার

Last Updated:

জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ন্যাদিল্লি: শুক্রবার ২৯ মে সীমিত সংখ্যায় বিক্রি হল OnePlus 8। আজ থেকে বিক্রি শুরু হওয়ার কথা ছিল OnePlus 8 ও OnePlus 8 Pro-এর। কিন্তু উৎপাদন শুরু দেরিতে হওয়ার কারণে সেল পিছিয়ে দিয়েছে চিনের সংস্থাটি। শুধুমাত্র Amazon.in-এ দুপুর ১২টা থেকে এই ফোন পাওয়া যাবে, রয়েছে একাধিক অফারও।
advertisement

গ্রাহকরা যদি এই ফোনটি SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনেন তাহলে পেয়ে যাবেন ২,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। যে গ্রাহকরা EMI-এর সাহায্যে এই ফোনটি কিনবেন তাঁরাও পেয়ে যাবেন এই ছাড়। এছাড়াও রয়েছে নো কস্ট EMI, ১২ মাসের জন্য। ৬০০০ টাকার বেনিফিটও দিচ্ছে OnePlus। জিও-র গ্রাহকরা ৩৪৯ টাকার রিচার্জ করলে পেয়ে যাবেন ১৫০ টাকার ছাড়, ৪০টি রিচার্জে। স্ক্রিন প্রোটেকশন প্ল্যান কিনলে Red Cable Club মেম্বাররা পেয়ে যাবেন ১০% ছাড়। যে গ্রাহকরা আগের থেকে ফোনটি প্রিবুক করেছেন amazon.in আর OnePlus স্টোরে, তাঁরা ফোনটি পেয়ে যাবেন যখনই স্টক আসবে।

advertisement

OnePlus 8-এর দাম শুরু হচ্ছে ৪১,৯৯৯ টাকা থেকে। বেস ভেরিয়েন্টে রয়েছে 6GB RAM + 128GB স্টোরেজ। 8GB RAM + 128GB স্টোরেজের দাম ৪৪,৯৯৯ টাকা । আর 12GB RAM + 256GB স্টোরেজের দাম ৪৯,৯৯৯ টাকা। অনলাইন ও অফলাইনে শেষ দুই ভেরিয়েন্ট পাওয়া যাবে।

OnePlus 8 স্পেসিফিকেশন

OnePlus 8-এ ডুয়াল স্টিরিও স্পিকার ও Dolby Atmos টেকনোলজি রয়েছে। এই ফোনেও Android 10 অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব oxygen ওএস । OnePlus 8-এ থাকছে ৬.৫৫ ইঞ্চি FHD+ Fluid AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 90Hz। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 প্লাস চিপসেট, 12GB RAM ও 256GB স্টোরেজ।

advertisement

OnePlus 8-এর পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে ৪৮ মেগাপিক্সেল Sony IMX586 সেন্সরের সঙ্গে। আরও রয়েছে ২ মেগাপিক্সেল আর ১৬ মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল Sony IMX471 সেন্সর সঙ্গে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কানেক্টিভিটির জন্য এই ফোনে তাহকছে 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth v5.1, GPS/ A-GPS, NFC, ও USB Type-C পোর্ট। ফোনের ভিতরে রয়েছে 4,300mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জিং।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
আজ স্পেশাল লিমিটেড সেলে পাওয়া যাবে OnePlus 8, জেনে নিন দাম আর অফার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল