এশিয়ার বাজারে বিশেষ করে ভারতে OnePlus যথেষ্ট জনপ্রিয় ৷ আমেরিকার বাজারেও এই ফোনের জনপ্রিয়তা বাড়ছে ৷ এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, তাতে ফোনটির দাম ৫৫০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৯ হাজার টাকা) হতে চলেছে ৷ অক্টোবরে মার্কিন যুক্তরাষ্ট্রে ফোনটি T Mobile-এর হাত ধরেই বাজারে আসবে ৷ OnePlus6 থেকে এই ফোনের দাম ২০ ডলার বেশি ৷ ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ বাদেও ৬জিবি RAM ছিল আগের হ্যান্ডসেটে ৷ এবার এই আপগ্রেডেড ফোনটিতে আরও বেশি চমক থাকার আশঙ্কা ৷
advertisement
Location :
First Published :
August 27, 2018 1:33 PM IST