TRENDING:

বাজার মাতাতে সংস্থা তৈরি, Nokia C31 মডেল কি আপনার মনে ধরবে? দেখুন একবার ফিচারগুলি

Last Updated:

এক নজরে দেখে নেওয়া যাক Nokia C31 ফোনের সমস্ত খুঁটিনাটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতে লঞ্চ হয়েছে Nokia কোম্পানির একটি স্মার্টফোন। বৃহস্পতিবার ভারতে লঞ্চ করা হয়েছে Nokia কোম্পানির Nokia C31 ফোন। এটি কোম্পানির সি-সিরিজের সর্বশেষ স্মার্টফোন। এটি সেপ্টেম্বরে বিশ্বের নির্দিষ্ট কয়েকটি বাজারে লঞ্চ করা হয়েছিল। এই সাশ্রয়ী নোকিয়া ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ৬.৭-ইঞ্চি ডিসপ্লে এবং অক্টা-কোর প্রসেসর রয়েছে। Nokia কোম্পানির দাবি অনুযায়ী, Nokia C31 ফোনটি এক চার্জে ৩ দিন ব্যবহার করা যাবে। এক নজরে দেখে নেওয়া যাক Nokia C31 ফোনের সমস্ত খুঁটিনাটি।
advertisement

ভারতে Nokia C31 এর বেস ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ভ্যারিয়েন্ট মডেলের দাম ৯,৯৯৯ টাকা। Nokia C31 ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট মডেলের দাম ১০,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। Nokia C31 ফোন চারকোল এবং মাইন্ড কালার শেডে চালু করা হয়েছে। গ্রাহকরা Nokia ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে Nokia C31 ফোন কিনতে পারবে।

advertisement

আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!

Nokia C31 ফোনের ফিচার -

Nokia C31 ফোনে ব্যবহার করা হয়েছে ডুয়াল-সিম (ন্যানো)। এই Nokia C31 ফোনে ব্যবহার করা হয়েছে Android 12। Nokia C31 ফোনে ব্যবহার করা হয়েছে একটি ৬.৭৪ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়াও Nokia C31 ফোনে ব্যবহার করা হয়েছে ৭২০×১৬০০ পিক্সেল রেজোলিউশন। এই স্মার্টফোনটিতে ১.৬ এইচজেড পিক স্পিড সহ একটি অক্টা-কোর ইউনিসক প্রসেসর রয়েছে। এই প্রসেসরের সঙ্গে ব্যবহারকারীরা ৪ জিবি র‍্যাম পাবে।

advertisement

আরও পড়ুন - ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন

ফটোগ্রাফির জন্য Nokia C31 ফোনের পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপের প্রাথমিক ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেলের। এর সঙ্গে এতে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরাও দেওয়া হয়েছে। সামনের ক্যামেরার কথা বললে, সেলফির জন্য একটি ৫ মেগাপিক্সেলের সেন্সর রয়েছে। পোর্ট্রেট মোড, এইচডিআর এবং নাইট মোডের মতো অনেকগুলি মোডও এই ক্যামেরা সেটআপে ব্যবহার করা করা হয়েছে।

advertisement

Nokia C31-এ রয়েছে ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল মেমোরি। কার্ডের সাহায্যে তা বাড়ানোও যায়। কানেকটিভিটির ক্ষেত্রে, এতে Wi-Fi 802.11 b/g/n, GPS, AGPS, Galileo, Bluetooth v4.2, একটি ৩.৫ মিমি অডিও জ্যাক এবং একটি মাইক্রো-USB পোর্টের সমর্থন রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি এখানে পিছনে মাউন্ট করা হয়েছে। এই ফোনটি IP52 ওয়াটার রেজিস্ট্যান্ট ডিজাইনের। Nokia C31 এর ব্যাটারি ৫০৫০ এমএএইচ এবং ১০ ডব্লু চার্জিং সাপোর্ট যুক্ত। কোম্পানির দাবি অনুযায়ী, এটি একবার চার্জে তিন দিন চালানো যাবে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
বাজার মাতাতে সংস্থা তৈরি, Nokia C31 মডেল কি আপনার মনে ধরবে? দেখুন একবার ফিচারগুলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল