এবিষয়ে তিনি আরও বলেন, “2G তে এমন কিছু অথনটিকেশন ও এনক্রিপশন ব্যবহার করা হয়, যা ১৯৯৮ বা ১৯৯৯ সালে কার্যত নষ্ট হয়ে গিয়েছিল। তাই ২০ বছরেরও বেশি সময় ধরে এটি যোগাযোগের সবথেকে বিপজ্জনক মাধ্যম হয়ে গিয়েছে। 2G ফোনে হ্যাক করা সবথেকে সহজ। ল্যাপটপের সঙ্গে একটি অ্যান্টেনা কানেক্ট করে কয়েক মিনিটেই এই কাজ করা সম্ভব হয়।” এই প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, “কেউ যদি 2G হ্যান্ডসেট ব্যবহার করতে চায় তাতে আমার কোনও অসুবিধা নেই, কিন্তু তাতে যে টেলিকম ব্যান্ডটি ব্যবহার করা হবে সেটি নিরাপদ নয়।”
advertisement
তাহলে এই রকম হ্যাকারদের হাত থেকে কীভাবে নিজেকে সুরক্ষিত করা যাবে? এর উত্তর দিতে গিয়ে সাকেত মোদি বলেন, “প্রথমে আমাদের সচেতন হতে হবে এবং এমন কিছু টুল ব্যবহার করতে হবে যা ডিভাইসগুলিকে সুরক্ষিত রাখবে। আর অপারেটিং সিস্টেমকে অবশ্যই আপডেট রাখতে হবে। iOS হোক বা Android অপারেটিং সিস্টেম আপডেট না করলে সমস্যার সম্মুখীন হতে পারেন। আর যদি প্রতি নয় থেকে বারো মাসের মধ্যে মোবাইল ফোন বদল করা সম্ভব হয় তাহলে অনেকটা ঝুঁকি এড়ানো যেতে পারে। এছাড়াও ইউজারদের নজর রাখতে হবে হঠাৎ করে মোবাইলের ব্যাটারি শেষ হয়ে যাওয়া বা অত্যাধিক ডেটা শেষ হওয়া যাওয়ার মতো কোনও লক্ষণ রয়েছে কিনা।”