TRENDING:

৮ হাজার টাকার ফোন মাত্র ৫৪৯ টাকায়! ফ্লিপকার্ট দিচ্ছে এমনই ধামাকা অফার

Last Updated:

যদি সঠিক এক্সচেঞ্জ ডিল পাওয়া যা তা হলে এই ফোনটি মাত্র ৫৪৯ টাকায় কিনে নিতে পারবেন যে কোনও ক্রেতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে শুরু হয়েছে ‘মোটো ডেজ সেল’। এই সেলে গ্রাহকরা খুব কম দামে মোটোরোলার স্মার্টফোন ক্রয় করে ঘরে নিয়ে আসতে পারবেন। বাজেট হোক বা প্রিমিয়াম রেঞ্জ— মোটো ডে’জ সেল-এর আওতায় গ্রাহকরা মোটোরোলার সমস্ত ফোনই কিনতে পারবেন সস্তায়।
advertisement

সেরা এবং সস্তা ফোনের মধ্যে Moto E40 সব থেকে সাশ্রয়ী হতে চলেছে। এটির দাম পড়বে মাত্র ৭,৯৯৯ টাকা। আসলে বিশেষ সুযোগে ফ্লিপকার্ট গ্রাহকদের ২৭ শতাংশ ছাড় দিচ্ছে। বিশেষ বিষয় হল গ্রাহকরা এটি প্রতি মাসে ২৭৮ টাকার ইএমআই-তেও ক্রয় করতে পারবেন। এ ছাড়াও এক্সচেঞ্জ অফারের মোটোরোলার Moto E40 ফোনের উপরে ৭,৪৫০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। এক নজরে দেখে নেওয়া যাক Moto E40 ফোনের ছাড় এবং ফোনটির ফিচার সম্পর্কে সমস্ত খুঁটিনাটি বিষয়।

advertisement

আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!

ছাড়ের সুবিধা—

এই সেলের সব থেকে উল্লেখ্য বিষয় হল Moto E40 ফোনের উপরে দেওয়া বিনিময় মূল্য। গ্রাহকদের পুরনো ফোনের অবস্থার উপর নির্ভর করে গ্রাহকরা Moto E40 ফোনের ক্ষেত্রে বড় অফার পেতে পারেন। যদি সঠিক এক্সচেঞ্জ ডিল পাওয়া যা তা হলে এই ফোনটি মাত্র ৫৪৯ টাকায় কিনে নিতে পারবেন যে কোনও ক্রেতা।

advertisement

ফিচার—

Moto E40 ফোনে ব্যবহার করা হয়েছে Unisoc T700 অক্টা-কোর চিপসেট। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ফোনের স্টোরেজ ১টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

আরও পড়ুন - ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন

Moto E40-তে ব্যবহার করা হয়েছে একটি ৬.৫ ইঞ্চির Max Vision HD+ LCD ডিসপ্লে, ৯০ এইচজেড রিফ্রেশ রেট এবং ৪০০ নিটস ব্রাইটনেস। মোটোরোলা কোম্পানির তরফে জানানো হয়েছে যে Moto E40 ফোনে রয়েছে 4GB LPDDR4x RAM এবং ৬৪GB ইন্টারনাল স্টোরেজ।

advertisement

ক্যামেরার দিক থেকে Moto E40 ফোনে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এতে রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় সেলফি তোলার জন্য একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মোটোরোলার তরফে জানানো হয়েছে যে তাদের স্মার্টফোনটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৪০ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। Moto E40 স্মার্টফোনের ডানদিকে Google Assistant-এর জন্য একটি ‘ডেডিকেটেড কি’ পাওয়া যাবে। এতে রয়েছে ডুয়াল সিম স্লট, ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন, ব্লুটুথ ৫.০, জিপিএস, ইউএসবি পোর্ট এবং ৩.৫ এমএম অডিও জ্যাক। Moto E40 ফোনের পিছনের দিকের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/মোবাইল/
৮ হাজার টাকার ফোন মাত্র ৫৪৯ টাকায়! ফ্লিপকার্ট দিচ্ছে এমনই ধামাকা অফার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল