যাঁদের বাজেট ২০ হাজার টাকা পর্যন্ত তাঁরা মায়ের জন্য বেছে নিতে পারেন দুর্দান্ত কিছু স্মার্টফোন। রইল তালিকা—
Samsung Galaxy F23 5G:
বাজারের সেরা স্মার্টফোন সংস্থার একটি হল Samsung। তাদের সম্ভারে ২০ হাজারের নিচেও রয়েছে 5G ফোন। এই ফোনটি Qualcomm Snapdragon 750G প্রসেসর দ্বারা চালিত। এতে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৬জিবি পর্যন্ত RAM, ৫০০০mAh ব্যাটারি।
advertisement
আরও পড়ুন: একবার বসালে ফুল চার্জ না দিয়ে ফোন তোলেন না? কাজটা ঠিক হচ্ছে তো?
Poco M4 Pro 5G:
এক সময় Xiaomi ফ্ল্যাগশিপ কিলার লাইন-আপ হিসেবে বাজারে এনেছিল Poco সিরিজটি। কিন্তু এখন এটি সংস্থার বাজেট ও মিড-রেঞ্জ সেগমেন্টে পরিণত হয়েছে। Poco M4 Pro 5G ফোনটিতে রয়েছে ৬জিবি RAM। প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio G96, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা-সহ ট্রিপল ক্যামেরা সেট-আপ।
আরও পড়ুন – এই ৫টি সুপার কুল গ্যাজেট আছে? আপনার সামনে মাথা নোয়াতে বাধ্য হবে গরম
Realme 10Pro 5G:
এটি সংস্থার 10Pro সিরিজের অন্যতম সেরা সংযোজন। ৬.৭ ইঞ্চি FHD+AMOLED ডিসপ্লে, Qualcomm Snapdragon 695 5G প্রসেসর, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর-সহ ক্যামেরা সেট-আপ এবং একটি ৫০০০mAh ব্যাটারি রয়েছে এতে।
Motorola G62 5G:
এই ফোনটিতে রয়েছে Qualcomm Snapdragon 695 5G প্রসেসর, ৮ জিবি পর্যন্ত RAM, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা-সহ ট্রিপল ক্যামেরা সেট-আপ।
iQOO Z6 Lite:
এই ফোনটি Qualcomm Sanpdragon 695 5G দ্বারা চালিত। এতে রয়েছে ৬জিবি পর্যন্ত RAM, ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ, ৬.৫৮ ইঞ্চি FHD ডিসপ্লে এবং ১২০Hz রিফ্রেশ রেট। ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরায় রয়েছে বিশেষ আই অটোফোকাস ফিচার। ৫০০০mAh ব্যাটারিটি ১৮W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।