Mi 11X এর স্পেসিফিকেশন - এমআই ১১এক্স ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) E4 AMOLED ট্রু টোন ডিসপ্লে, সঙ্গে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশনের জন্য। ফোন HDR10+ সাপোর্টও রয়েছে। এমআই ১১এক্স ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড এমআইইউআই ১২ কাস্টম ওএস-এ চলে।
advertisement
আরও পড়ুন - Reliance JioFiber| দারুণ অফার ! জানুন JioFiber পোস্টপেইড ব্রডব্যান্ড প্ল্যানের বিষয়ে বিশদে!
এই ফোনের ব্যবহার ভিতরে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর। সঙ্গে আছে এড্রনো ৬৫০ জিপিইউ। ভারতের দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে - ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ।
Mi 11X এর ক্যামেরা - ফটোগ্রাফির জন্য Mi 11X ফোনের পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল OIS সাপোর্ট সহ ৪৮ মেগাপিক্সেল Sony IMX582 প্রাইমারি সেন্সর (এফ/১.৭৯), ৫০মিমি ফোকাল লেন্থ সহ ৫ মেগাপিক্সেল টেলিফোটো ম্যাক্রো ক্যামেরা, ১১৯ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স। আর সেলফি ও ভিডিও কলের রয়েছে ২০ মেগাপিক্সেল ক্যামেরা।
আরও পড়ুন - CoWIN API: লাগবে না ভ্যাকসিন সার্টিফিকেট, CoWIN-এর নয়া API কী ভাবে কাজ করবে জেনে নিন
আর পাওয়ারের জন্য এতে রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫২০ এমএএইচ ব্যাটারি। ফোনটি তিনটি কালারে এসেছে- কসমিক ব্ল্যাক, ফ্রস্টি হোয়াইট ও সেলেস্টিয়াল সিলভার।