আজ অর্থাত্ বুধবার TikTok অ্যাপ নিয়ে মামলার শুনানি হয় মাদ্রাজ হাইকোর্ট৷ গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে খুব শীঘ্রই ডাউনলোড করা যাবে অ্যাপটি৷ পর্নোগ্রাফিকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে TikTok-এর ওপর অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করে মাদ্রাজ হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে শীর্ষে আদালতের দ্বারস্থ হয় TikTok-এর মালিক সংস্থা Bytedance।
advertisement
Bytedance-এর দাবি, TikTok-কে অন্তর্বর্তী ব্যান করার আগে তাদের বক্তব্য শোনেনি আদালত। Bytedance-এর আবেদন শুনে ২৪ এপ্রিলের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার জন্য মাদ্রাজ হাইকোর্টকে নির্দেশ দেয় আদালত।
Location :
First Published :
April 24, 2019 7:33 PM IST