W10 আর W30-র বিক্রি শুরু হবে 3 জুলাইন থেকে আর পাওয়া যাবে Amazon.in-এ। W30 Pro ফোনের রিলিজ ডেট এখনও জানায়নি LG। Jio গ্রাহকরা এই ফোনগুলি কিনলে পেয়ে যাবেন 4,950 টাকা ক্যাশব্যাক।
LG W10
LG W10 ফোনের দাম 8,999 টাকা, এই ফোনে রয়েছে 3GB RAM আর 32 GB স্টোরেজ। এই ফোনে রয়েছে ট্রেডিশনল ওয়াইড নচ। ডুয়াল ন্যানো সিম LG W10 ফোনে Android Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.19 ইঞ্চি HD+ ডিসপ্লে, যার অ্যাসপেক্ট রেশিও 18.9:9। ফোনের ওজন 164 গ্রাম।
advertisement
LG W10 ফোনে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সাথে PDAF। সঙ্গে রয়েছে 5মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা। কানেক্টিভিটির জন্য LG W10 ফোনে রয়েছে 4G VoLTE, dual-band Wi-Fi, Bluetooth 4.2, GPS/ A-GPS, Micro-USB আর একটি 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। টিউলিপ পারপেল আর স্মোকি গ্রে রঙে পাওয়া যাবে এই ফোন।
LG W30
LG W30 এর দাম 9,999 টাকা, এই ফোনে রয়েছে 3GB RAM আর 32 GB স্টোরেজ। এই ফোনে রয়েছে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। ডুয়াল সিম LG W30 ফোনে Android Pie অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি 6.26 ইঞ্চি HD+ IPS Dot ফুল ভিশন ডিসপ্লে, যার অ্যাসপেক্ট রেশিও 19:9।
LG W30 ফোনের পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর অটো ফোকাসের সঙ্গে। সাথে থাকছেকটি 12 মেগাপিক্সেল আর একটি 2 মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য LG W30 ফোনে রয়েছে 4G VoLTE, dual-band Wi-Fi, Bluetooth 4.2, GPS/ A-GPS, Micro-USB আর একটি 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। থান্ডার ব্লু, প্লাটিনাম গ্রে, অ্যারোরা গ্রিন।
LG W30 Pro
W30 Pro ফোনের দাম ঘোষনা করেনি LG, এই ফোনে রয়েছে 4GB RAM আর 64 GB স্টোরেজ। এই ফোনে রয়েছে একটি 6.21 ইঞ্চি HD+ FullVision ডিসপ্লে যার অ্যাসপেক্ট রেশিও 19:9। ডুয়াল সিম LG W30 Pro ফোনে Android Pie অপারেটিং সিস্টেম চলবে। ফোনের ভিতরে থাকছে Snapdragon 632 প্রসেসর।
ছবি তোলার জন্য ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরায় থাকছে একটি 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছেকটি 5 মেগাপিক্সেল আর একটি 8 মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য LG W30 Pro ফোনে রয়েছে 4G VoLTE, dual-band Wi-Fi, Bluetooth 4.2, GPS/ A-GPS, Micro-USB আর একটি 3.5 মিমি অডিও জ্যাক। পাইন গ্রিন, ডেনিম ব্লু আর ব্যাক রঙে পাওয়া যাবে এই ফোন।