টেলিকম পরিষেবা মানুষের কাছে সহজলভ্য না-হলে ডিজিটাল ইন্ডিয়া একটি স্লোগানই থেকে যাবে বলেই মত বিশেষজ্ঞমহলের৷ সেই সুরেই জিও-এর অভিযোগ আক্ষরিক অর্থেই ডিজিটাল ইন্ডিয়া-র স্বপ্ন বাস্তবায়িত করতে গেলে, অবিলম্বে বস্তাপচা IUC তুলে দেওয়া উচিত ৷ IUC চার্জ নিয়ে এই মুহূর্তে দ্বিধাবিভক্ত টেলিকম ইন্ডাস্ট্রি ৷
IUC কী? এটি হল ট্রাই-এর একটি নিয়ম৷ মোবাইল নেটওয়ার্ক অপারেটরকে অন্য নেটওয়ার্কে কল টার্মিনেট করতে হলে, একটি চার্জ গুনতে হয়৷ অর্থাত্ আপনি যে নেটওয়ার্ক ব্যবহার করছেন, ওই নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে কল করতে গেলে, পয়সা গুনতে হবে৷ আগে এই টার্জ ছিল ১৪ পয়সা প্রতি মিনিট৷ সম্প্রতি টেলিকম নিয়ামক সংস্থা ট্রাই তা কমিয়ে ৬ পয়সা করেছে৷ চলতি মাসের শেষ থেকেই IUC নামক নিয়মটি অতীত হওয়ার কথা ছিল৷ সেরকমই কথা দিয়েছিল ট্রাই৷ একবার নয়, একাধিক বার৷ কিন্তু আদতে তা হল না৷ গ্রাহককে এ বার প্রতি মিনিটে ৬ পয়সা গুনতেই হবে৷
advertisement
২০২০ সালের জানুয়ারি থেকে IUC চার্জ তুলে দেওয়ার কথা এর আগে বলেছিল ট্রাই ৷ কিন্তু বর্তমানে এই সময়সীমা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে বলে খবর ৷ রিলায়েন্স জিও-এর দাবি, এই চার্জ গ্রাহকদের স্বার্থ বিরোধী ৷ ভারতীয় নাগরিকদের সিংহভাগের কথা ভেবেই এই চার্জ অবিলম্বে অবসান করা উচিত ৷ জিও-এর আশঙ্কা, ট্রাইয়ের এই IUC চার্জ নীতি নতুন বিনিয়োগের ক্ষেত্রে বাধা তৈরি করবে ৷ ফলে ব্যবসায় "chilling effect" তৈরি হবে ৷ গোটা বিশ্ব যখন 5জি-এর দিকে এগিয়ে যাচ্ছে, তখনও ভারতের কয়েক মিলিয়ন মানুষ এই IUC চার্জের কারণে 2জি ব্যবহার করতে বাধ্য হবেন ৷ ফ্রি ইন্টারনেট, ফ্রি কলিং স্বপ্নই রয়ে যাবে ৷