TRENDING:

বিনামূল্যে কীভাবে রিনিউ করবেন জিও প্রাইম ?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ২০১৭ সালের পয়লা এপ্রিল থেকে চালু হয়েছিল রিলায়েন্স জিও-র প্রাইম মেম্বারশিপের সাবস্ক্রিপশন। একবছরের জন্য চালু হয়েছিল এই মেম্বরশিপ ৷ ৩১ মার্চ তার মেয়াদ শেষ হতে চলেছে । জিও গ্রাহকদের জন্য সুখবর আগেই ঘোষণা করা হয়েছিল মুকেশ আম্বানির সংস্থার তরফে ৷ আরও ১২ মাস অথার্ৎ এক বছরের জন্য প্রাইম মেম্বরশিপের মেয়াদ বাড়ানো হয়েছে ৷ তবে সেটা নিজে থেকে হবে না ৷ গ্রাহকদের মাই জিও অ্যাপে গিয়ে সেটার জন্য আবেদন করতে হবে ৷ তবে কী করে রিনিউ করবেন এই নিয়ে বেশিরভাগ মানুষের মধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে ৷
advertisement

কীভাবে রিনিউ করবেন মেম্বরশিপ দেখে নিন -

প্রথমে মাই জিও অ্যাপ আপনার মোবাইলে ডাউনলোড করে নিন ৷ আপনার জিও নম্বর দিয়ে লগ ইন করুন ৷

লগ ইন করলেই আপনার স্ক্রিনে একটি ব্যানার আসবে তাতে ‘ Congratulations! Extend Jio Prime free for a year’ লেখা থাকবে ৷ Get Now এ ক্লিক করলেই রিনিউ হয়ে যাবে আপনার মেম্বরশিপ ৷

advertisement

যদি আপনার ফোনে ব্যানার না আসে তাহলে পরের পেজে একটি মেসেজে আসবে ‘Jio Prime is getting bigger, you are a valued Jio Prime member. And we are extending one full year's subscription absolutely free for you.’ এর নীচে আপনার নামে রেজিষ্টার্ড জিও নম্বর দেওয়া থাকবে ৷

যে নম্বরের মেম্বরশিপ আপনি রিনিউ করতে চান সেই নম্বরে ক্লিক করুন ৷ এরপর Proceed-এ ক্লিক করুন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এরপর জিও-র তরফে মেসেজ পাঠানো হবে "request raised successfully" ৷ শীঘ্রই জিও-র তরফে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে ৷

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
বিনামূল্যে কীভাবে রিনিউ করবেন জিও প্রাইম ?