কীভাবে রিনিউ করবেন মেম্বরশিপ দেখে নিন -
প্রথমে মাই জিও অ্যাপ আপনার মোবাইলে ডাউনলোড করে নিন ৷ আপনার জিও নম্বর দিয়ে লগ ইন করুন ৷
লগ ইন করলেই আপনার স্ক্রিনে একটি ব্যানার আসবে তাতে ‘ Congratulations! Extend Jio Prime free for a year’ লেখা থাকবে ৷ Get Now এ ক্লিক করলেই রিনিউ হয়ে যাবে আপনার মেম্বরশিপ ৷
advertisement
যদি আপনার ফোনে ব্যানার না আসে তাহলে পরের পেজে একটি মেসেজে আসবে ‘Jio Prime is getting bigger, you are a valued Jio Prime member. And we are extending one full year's subscription absolutely free for you.’ এর নীচে আপনার নামে রেজিষ্টার্ড জিও নম্বর দেওয়া থাকবে ৷
যে নম্বরের মেম্বরশিপ আপনি রিনিউ করতে চান সেই নম্বরে ক্লিক করুন ৷ এরপর Proceed-এ ক্লিক করুন ৷
এরপর জিও-র তরফে মেসেজ পাঠানো হবে "request raised successfully" ৷ শীঘ্রই জিও-র তরফে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে ৷